জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
আজ বৃহস্পতিবার জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া মুন্সিবাজার মাদ্রাসার বার্ষিক আন্তজার্তিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে বুধবার মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি আবদুল মুনতাকিম জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, জামেয়ার মুহদ্দিস মাওলানা আব্দুল হান্নান, জকিগঞ্জ জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বদরুল হক খসরু, সাবেক সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সংবাদকর্মী মেহেদী হেলাল। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের জানান, সম্মেলন সকাল ৮টা থেকে শুরু হয়ে শুক্রবার ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনে জামেয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও নায়েবে মুহতামিম মাওলানা মুফতি আবদুল মুনতাকিমের উপস্থাপনায় প্রধান অতিথির বয়ান পেশ করবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসিম নুমানী। অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আবুল কালাম যাকারিয়া, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা জুনাইদ আল হাবিবী, মুফতি মুজিবুর রহমান চাদপুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা মুফতি জুনাইদ কাসিমী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী। মাহফিলে তিনি সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।