জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২০১২-২০১৩ সেশনের শেষ বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে অক্টোবর মাসের ১৮ তারিখে শেষ হলেও অদ্যবধি অনার্স ২০১৬ সালের ফলাফল প্রকাশ হয়নি। অথচ অনার্স ২০১৩-২০১৪ সেশনের ছাত্র/ছাত্রীর জন্য শেষ বর্ষের রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিগত ২০১১-২০১২ সেশনের শেষ বর্ষের পরীক্ষার ফলাফল তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ২ মাস ১৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনার্স ২০১২-২০১৩ সেশনের ছাত্র/ছাত্রীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় বৈষম্যমূলক আচরণ করছে। অথচ ২০১২-২০১৩ সেশনের হাজার হাজার ছাত্র/ছাত্রী ফলাফল প্রকাশ না হওয়ায় চরম হতাশাজনক অবস্থায় দিনযাপন করছে। তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন করতে পারছে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রাশ প্রোগামে সেশনজট কমানোর কথা বললেও অনার্স ২০১২-২০১৩ সেশন তার সম্পূর্ণ বাইরে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে দ্রুত ২০১২-২০১৩ সেশনের অনার্স ২০১৬ সালের ফলাফল প্রকাশের জন্য জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি