মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসামানীর জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এবং জাতীয় মানসম্পন্ন ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের উদ্দেশ্যে সিলেট ওসমানী জাদুঘর প্রাঙ্গণে গতকাল বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী জাদুঘরের সহকারি কীপার জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় জনতা পার্টির প্রধান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান এডভোকেট, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, শাহ খুররম ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই.ইউ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক ও বাংলাদেশি টিচার্স এসোসিয়েশন ইন ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এবং ওসমানী পরিবারের সদস্য ও ব্যাংকার টিটু ওসমানী।
জাতীয় জাদুঘরের উদ্যোগে এ বছর বঙ্গবীর ওসমানীর জন্ম শতবার্ষিকী পালনের সম্ভাব্য কর্মসূচি বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা’র সহাকরি কীপার রাশেদুল আলম প্রদীপ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রিয় সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক সিলেট পৌরসভার কমিশনার আব্দুস সামদ নজরুল, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, কবি ও সংগঠক নাজমুল আনসারী, এডভোকেট এম.এ মালিক, জাতীয় যুব পদকপ্রাপ্ত এম.এ নাসির সুজা, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, জাতীয় যুব পদক বিজয়ী জামাল খান, কবি নুরুন্নাহার বেবী ও ফরিদা আলম, সিলেট বিভাগীয় যুব পদকপ্রাপ্ত বিউটি বর্মণ, বঞ্চিত শিশু-কিশোর সংগঠনের সভাপতি যাদুশিল্পী বেলাল উদ্দিন, হলি আর যুব কর্মশালার ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমদ এবং সমাজকর্মি ও সংগঠক মনোরঞ্জন তালুকদার। বিজ্ঞপ্তি