সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, কর আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন ও করদাতাদের আয়কর রিটার্ন সহজ পদ্ধতিতে দাখিলের জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সিলেট অঞ্চলের রাজস্ব আহরণে কর আইনজীবী সমিতির অবদান প্রশসংনীয়। তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সকল শ্রেণী পেশা মানুষের কর্মদক্ষতার আয়কর প্রদানের মধ্যে দেশ এগিয়ে, আমরা জাতীয় বাজেটের জন্য বিদেশের সহায়তা আর নিতে হবেনা। তিনি গত বৃহস্পতি বার ২৫ জানুয়ারী সন্ধায় স্টেশর ক্বাব মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা, নৈশভোজ ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট স্টেশন ক্বারের সভাপতি ও সাবেক সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম,বিটিএল’র উপমহাসচিব বদরুল হোসেন,বিটিএল এর সহ-সভাপতি আবিদ আলী চৌধুরী।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ, সিনিয়র সদস্য মাহমুদুর রহমান, বিধুভৃষণ ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি