কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কানাইঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য তিন দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম ধাপে উপজেলার ৫টি ইউনিয়নের পুরুষ সদস্যদের অংশগ্রহণে তিন দিন ব্যাপী অবহিতকরণ কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। উদ্বোধনী অবহিতকরণ কোর্সে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়ন মূলক সকল কর্মকান্ড ও সেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ যাতে করে জবাবদিহিতার মাধ্যমে স্থানীয় সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে জনসাধারণকে সম্পৃক্ত এবং স্ব স্ব ওয়ার্ডের জনগণের মতামতের ভিত্তিতে সিন্ধান্ত গ্রহণ এবং সকল সামাজিক মূলক কর্মকান্ড বেগবান এবং অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ, ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধি করার জন্য রাজস্ব খাতের উপর গুরুত্ব এবং সর্বোপরী পরিষদকে একটি জবাবদিহী মূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে ইউপি সদস্যদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সেই সাথে একজন চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাজের পরিধি কি, সেই সকল বিষয় জানতে মূলত এ কোর্সের আয়োজন করা হয়েছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। দিনব্যাপী কোর্সে অংশগ্রহণকারী ইউপি সদস্যদের প্রশিক্ষণ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসি কান্ত হাজং, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন।