নগরীর শিবগঞ্জ সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল গত ২০ জানুয়ারি শনিবার ২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ানে হেফাজাতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বাংলাদেশ মুসলমানদের দেশ। আলিম-উলামাদের দেশ, মসজিদ-মাদরাসার দেশ। এদেশে যে কোন নাস্তিক মুর্তাদরা মাথা চারা দিয়ে উঠতে চাইলে তা প্রতিহত করা হয়েছে। ইতিপূর্বে আমাদের হেফাজতে ইসলামের আমীর আল্লাম আহমদ শফীর নেতৃত্বে ঐতিহাসিক শাপলা চত্বরে দেশের লক্ষ লক্ষ জনতা সমাবেশের মাধ্যমে প্রমাণ করেছে এদেশে কোন নাস্তিক-মুর্তাদের স্থান নেই। যখন তারা ধর্ম নিয়ে কটুক্তিক করেছে তখনই ধর্মপ্রাণ মুসলমান তা প্রতিহত করেছে। বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দেয়া হয়নি। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে বেহেস্তের বাগান, মসজিদ হচ্ছে আখেরাতের শস্যখেত। মসজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। যারা মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে তারা ইহকাল ও পরকারে মুক্তি লাভ করবে। তিনি উপস্থিত মুসল্লিদের জামাতে নামাজ আদায় সহ বেশি বেশি করে পবিত্র কুরআন তেলাওয়াত ও জিকির করার পরামর্শ দেন এবং একে পরকে দেখামাত্র ছালাম দেয়া কথা বলেন। তিনি সবার সাথে হাসিমুখে কথা বলে রাসূল (সাঃ) আদর্শ সমাজে প্রতিষ্ঠার প্রতি জোর দেন।
দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতী মুহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে ও বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা নূর আহমদ কাসেমীর পরিচালনায় ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা তাফাজ্জুল হক আজীজ ঢাকা, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান ধনকান্দি, মাওলানা মমতাজ উদ্দন বড়দেশী, মাওলানা তাফহিমুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ¦ মাশুক আহমদ, সেক্রেটারী ফয়েজ উল কয়েস, সাবেক ভিপি এডভোকেট নুরুল হক, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। ইসলামী সংগীত পরিবেশনা করেন জাগরণ ইসলামী দলের পরিচালনা হাফিজ আব্দুল করিম দিলদার। বিজ্ঞপ্তি