চাকুরি ক্ষেত্রে দশম গ্রেড প্রদান, অনতিবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড বাস্তবায়ন ও অতিদ্রুত স্থগিতকৃত নিয়োগ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার সিলেট সিভিল সার্জন কার্যলয়ের সামনে অবস্থান ধর্মঘট ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আবু রোমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন পাল, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক শরিফ আহমদ, মো. জাকিরুল ইসলাম, ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের (আইএইচটি) গিয়াস উদ্দিন, শাওন আহমদ চৌধুরী, মো. মাহফুর রহমান মাহিদ, মো. জুয়েল রানা, মোজাহিদুল ইসলাম, সোহেল রানা, কয়েছ আহমদ, বিপুল, আলী, আবু বকর সিদ্দিক, আবুল হোসেন, রেজাউল করিম রেজা, মো. রাব্বী পারভেজ, মো. লোকমান আলী, নাজমুল সাকিব নোবেল, সৌরভ হোসেন, রওশন জামিল, শাহীন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি