দেশে চরম ক্রান্তিকাল চলছে ——আবুল কাহের শামীম

43

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- দেশে চরম ক্রান্তিকাল চলছে। জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করতে সুদূর প্রসারী ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়ে যাচ্ছেন। বাকশালী অবৈধ সরকার তা সহ্য করতে পারছে না তাই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে হয়রানী করছে। এর জবাব বাংলাদেশের মুক্তিকামী জনতা দিতে প্রস্তুত রয়েছে। বাকশালীদের হাত থেকে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করে ফ্যাসীবাদি চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী তৃণমূল বিএনপিই পারবে গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে। আর সেই মহান লক্ষ্যে সিলেট জেলা বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ১, ৫ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
১নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাজী নজিব আলী, ৫নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল জলিল সাবু এবং ৯নং ওয়ার্ডে সভাপত্বি করেন বিএনপি নেতা আব্দুল কাদির মেম্বার ও পরিচালনা করেন যুবদল নেতা আব্দুল আজিজ।
পৃৃথক উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুল গফুর, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ।
পৃথক উঠান বৈঠক সমুহে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা বাবুল মিয়া, কবির আহমদ মেম্বার, আব্দুস শুকুর, সাবেক মেম্বার দুদু মিয়া বদু, বলাই মিয়া, আবুল কালাম, সালাউদ্দিন রেদওয়ান আহমদ, আলী আহমদ, ডা: শাহীন, জাবের আহমদ, আব্দুল জলিল, গৌছ মাষ্টার, আমিনুর রশীদ, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে আলী আহমদ আলম, রিপন আহমদ, আব্দুল মন্নান, রাজন আহমদ, কামাল আহমদ, মুন্না আহমদ, জুবেল আহমদ, ফাহিম চৌধুরী, শাহান আহমদ, আরিফ মামুন, টিপু সুলতান ও সুয়েদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি