সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে আমার প্রচেষ্টায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্ন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চাঁনপুর-মানিককোন সড়ক সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সড়কটি মাটি ভরাট করে পাকাকরণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজতর করা হয়েছে। কিন্তু কিছু কিছু অংশে কুশিয়ারা নদী ভাঙ্গনের কবলে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সমাধান করার চেষ্টা করবো। মানিকোনা স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই এলাকার দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়েছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট জসীম উদ্দিন এপিপি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা িেহদুল ইসলাম টিপু সুলতান, এড. কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডিএম ফয়সল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম সম্পাদক দিদারুল আলম নিমু, পারভেজ আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা চান মিয়, টুনু মিয়া, জুনাব আলী, আফতাব আলী, ওরেন্দ্র বাবু, আব্দুল কাদির, সারওয়ার মিয়া, সেলিম আহমদ, জিতেন বাবু, আফতাব আলী, যুবলীগ নেতা ইমন আহমদ, টিটু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি