ফাতেমাতুজ যাহরা স্মৃতি
খোকন সোনা বসে বসে
ভাবে অনেক কিছু
ভাবনারা ঘুরে শুধু
তার পিছু পিছু।
খোকন সোনা বসে বসে
ভাবে শুধুই ভাবে
আজকে যে তার সবকিছুই
জানতে হবেই হবে।
সবার বাবা আছে শুধু
তার কেন বাবা নাই
কোথায় গেছে আসবে কবে
জানাযে আজ তার চাই।
পাকরুমে মা ব্যস্ত ছিলেন করছিলেন রান্না
ছেলের কথা শুনে চোখে
নামে অশ্র“ বন্যা।
দু ‘চোখ মুছে আম্মু বলেন
খুব কষ্টে হেসে
লাল- সবুজের ওই পতাকায়
আছেন তিনি মিশে।