৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

47

স্টাফ রিপোর্টার :
নগরীর শিববাড়ি এলাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়লে প্রায় ৩ ঘন্টাপর লাইনচ্যুত ট্রেন সরিয়ে নেওয়ায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
জানা যায়- গতরাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস (লোকাল) বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের নিকটবর্তী নগরীর শিববাড়ি বাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সিলেট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। প্রায় ৩ ঘন্টাপর বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ শেষ হলে এখন সিলেটের সাথে সারাদেশের পুনরায় রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেল স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, সিলেট স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন দুপুর আড়াইটায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করে। দুপুর ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।