ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে একটি গ্রামীণ সড়কে ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক-আগিজাল সড়কে এঘটনা ঘটে। আগিজাল গ্রামের সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ, ক্বারী জুনায়েদ আহমদ, সাগর আহমদসহ স্থানীয় লোকজন জানান, একটি ব্রীজের বরাদ্দ দিয়ে দু’টি ব্রীজ নির্মাণ করায় দু’টি ব্রীজই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রবিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় সোমবার সকালে ব্রীজের মধ্যখানে ব্রীজটি বোকা নদীর মধ্যে ভেঙ্গে পড়ে। ফলে এখন থেকে বোকা নদীতে নৌ-চলাচল ও ব্রীজ দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রীজ ভেঙ্গে যাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মুনসুর মিয়া জানান, ১৫/২০বছর আগে নির্মিত এ ব্রীজটির ব্যাপারে পুরো তথ্য দিতে সময় লাগবে।