জগন্নাথপুরে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

34

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পুলিশের বাধার মুখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের ভূমি অফিসের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধার মুখে মিছিলটি ফিরে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টার এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমএ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাজিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিন মিয়া, জিলু মিয়া, শামসুন্নুর, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, যুগ্ম-সম্পাদক আবদুল কাহার, লিংকন মিয়া, আলী হোসেন, মহসিন আহমদ, সৈয়দ আনিস আহমদ, হিরন মিয়া, আবুল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মোদাব্বির হোসেন রবিন, আবদাল মিয়া, প্রচার সম্পাদক আবদুল মনাফ, সহ-সম্পাদক আব্বাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিন আহমদ, জাবেল আহমদ, লাল মিয়া, কমর উদ্দিন, আতিক মিয়া, জমির উদ্দিন, আবু মিয়া, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, জয়নুল হক জয়, আলী আফরোজ প্রমুখ।