কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থী আগামীর কর্ণধার। মেধাবী শিক্ষার্থীরাই জাতির নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও নৈতিকতার মাধ্যমে শিক্ষিত করে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার কানাইঘাটের প্রথম ডিজিটালাইজড শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী সামিট মাদ্রাসা কর্তৃক ক্রিয়েটিভ কালচারাল প্রোগ্রাম, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো: রেজওয়ানুল করিমের সভাপতিত্বে ও সুপার মাওলানা মুখতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, ৮ নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, গাছবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, ফাগু মাদ্রাসার সুপার আলীম উদ্দিন, নিউজ চেম্বার ২৪ ডটকমের সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রজন্মের ডাক ২৪ ডটকমের সম্পাদক ওলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ মিজানুর রহমান। বিজ্ঞপ্তি