দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে সরকারী জলমহালে অবৈধভাবে মাছ শিকার করার সময় অভিযান চালিয়ে কোনা জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মরাসুরমা নদীতে অবৈধভাবে কোনা জাল দিয়ে মাছ আহরন করার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েক হাজার টাকার জাল পুড়িয়ে দেয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি ওই জলমহালটি ইজারা না হওয়া দীর্ঘ দিন ধরে দোহালিয়ার কামাল ও আজাদ নামের জনৈক মৎস্যজীবীরা সংঘবদ্ধভাবে লুটপাট করে আসছিল। মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনার খবর পেলে মৎস্যজীবীরা জাল ফেলে পালিয়ে যায়। পরে কোনা জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস জানান, সরকারি জলমহালে অবৈধভাবে মাছ নিধন করায় কোনা জাল আটক করে পুড়িয়ে দেওয়া হয়েছে।