চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন আলী আহমদ, কৃতজ্ঞতা প্রকাশ

62

ঢাকা ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারী পরবর্তী দীর্ঘ সময় ঢাকায় অবস্থানের চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। বুধবার চিকিৎসকের সর্বশেষ পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর দুইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বর্তমানে তিনি সিলেট নগরীর তাঁর নিজস্ব বাসভবনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে তাঁর চিকিৎসা চলাকালীন সময়ে পাশে দাঁড়ানো এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল সহ খোঁজ খবর নেয়ায় দলীয় নেতাকর্মী, সিলেটবাসীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জননেতা আলী আহমদ। তিনি বলেন- সকলের ভালোবাসা ও দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে সবার কাছে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা আমাকে আবেগাপ্লুত করেছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ববোধও। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও সব সময় পাশে থাকবো। ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি