ছাতকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

47

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের প্রায় সাড়ে ১১শ’ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ আব্দুল হান্নান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষকদের সহায়তায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। নগদ অর্থ সহায়তা, সার ও বীজসহ তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে দেশব্যাপী কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট বিভাগের শষ্য নিবিড়তা প্রকল্প পরিচালক ওয়াহিদুজ্জামান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ জাহেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেন, ছাতক উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক, উপ-সহকারি কৃষি অফিসার আনিসুর রহমান, পল্লব ভট্টাচার্য, ইউপি সচিব অধির রঞ্জন দাস, ইউপি সদস্য শামছুল হক, আব্দুর রহমান, রাজন তালুকদার, আলকাব আলী, মাহমুদ আলী, আনোয়ার হোসেন, সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ লনি, নিজাম উদ্দিন, সদস্যা শোভা রানী দাস, রেহেনা বেগম, ছাদিকা বেগম, উদ্যোক্তা সুজেল মিয়া প্রমুখ।