ছাতকে তুচ্ছ ঘটনার জেরে আহত ১, সড়ক অবরোধ

36

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের আঘাতে ইকবাল হোসেন (৩২) নামের এক শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় গোবিন্দগঞ্জের রহমতুননেছা মার্কেটের সামনের সিএনজি অটো-রিকশা ষ্ট্যান্ডে একটি সিএনজি অটো-রিকশার সিরিয়াল নম্বার লেখা নিয়ে দায়িত্বে থাকা লাইন ম্যানেজার মিনারের সাথে সাবেক লাইন ম্যানেজার ইকবাল হোসেনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি উপস্থিত লোকজন তাৎক্ষণিক নিষ্পত্তির চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ইকবালের পক্ষ নিয়ে তার চাচাতো ভাই লায়েক ও মিনারের পক্ষ নিয়ে তার বড় ভাই আজিরের মধ্যে দ্বিতীয় দফা হাতা-হাতি ও একপর্যায়ে মারামারির ঘটনা সংঘটিত হয়। এতে বেরাজপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র শ্রমিক ইকবাল হোসেন (৩২) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইকবাল হোসেন আহত হওয়ার খবর শুনে তার গোত্রিয় লোকজন উত্তেজিত হয়ে প্রতিশোধ নিতে শ্রমিক মিনার ও আজিরের চাচা সিএনজি অটো-রিক্সা শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সভাপতি আপ্তাব উদ্দিন বাসা থেকে অফিসে যাচ্ছিলেন। হামলাকারিদের হাত থেকে বাঁচতে তিনি দৌড় দিয়ে আত্মরক্ষা করেন। শ্রমিক সংগঠনের সভাপতির উপর এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে প্রায় ২০মিনিট অবরোধ করে রাখে শ্রমিকরা। অবরোধের ফলে সড়কের উভয় পাশে আটকা পড়ে শতাধিক মালবাহি ও যাত্রীবাহি যাবনাহন। দৌড়ে নিরাপদে ছুটতে থাকেন পথচারিরা। পরে থানার এস আই শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এসব ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।