গোয়াইনঘাটে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

25

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ৫টি পরীক্ষা কেন্দ্রের অধীনে ১১টি ভেন্যুত মাধ্যমিক ও জেডিসি মিলিয়ে ৪ হাজার ৬শ’ ১৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। কেন্দ্র গুলোর মধ্যে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে ৫শ’ ৩০জন, ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে ৩শ’ ৮০জন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে ৩শ’ ৯৭জন, আমির মিয়া উচ্চ বিদ্যালয়ে ৭শ’ ৩৯জন, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে ২শ’ ৪৩জন, বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ে ৪শ’ ১০জন, কুপার বাজার উচ্চ বিদ্যালয়ে ৪শ’ ৫০জন , তোয়াকুল উচ্চ বিদ্যালয়ে ৪শ’ ৫৩জন, দশগাঁও নয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজে ২শ’ ২১জন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে ৪শ’ ২৬জন এবং গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ৩শ’ ৬৫জন শিক্ষার্থী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেএসসি ও জেডিসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত কুমার পাল জানান, এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা গোয়াইনঘাটে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি কেন্দ্রসহ ৬টি ভেন্যু পরিদর্শন করেছি। সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।