স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জের কুখ্যাত গরুচোর আক্কল আলী ঘুম হারাম করে রেখেছে গৃহস্থদের। আক্কল গ্যাংদের চুরিতে নি:স্ব হয়েছেন অনেক লোকজন। মামলা হয়েছে একাধিক গ্রেফতারও হয়েছে, কিন্তু জামিনে বেরিয়েই শুরু হয় গরু চুরি। কিছু দিন আগে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে আক্কল আলীকে আটক করে। তার আটকের খবরে আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ হয়।
কিন্তু জামিনে বেরিয়ে গত শুক্রবার ঘিলাছড়ার লুতফুর রহমানের তিন টি গরু চুরি হয়। লুতফুর রহমান বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
ফেঞ্চুগঞ্জ থানা সুত্রে জানা যায়, এ ঘটনায় ঘিলাছড়া যুধিষ্ঠিপুর গ্রামের লিলু মিয়ার পুত্র রায়হান (২৪) আটক করে পুলিশ। রায়হানের স্বীকারোক্তিতে গতকাল রবিবার আটক করা হয় কুখ্যাত আক্কল আলীকে। গরুগুলো চুরি করে পাচার করে দেওয়ায় উদ্ধার করা যায়নি তবে অভিযান চলবে। এদিকে আক্কল আলী গ্যাং নিয়ে আতংকে ভুগছেন সাধারণ মানুষ। আসছে শীত মৌসুমে চুরি ডাকাতি বেড়ে যাবার আশংকা করছেন এলাকাবাসী।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের তৎপরতা বাড়ানোর ব্যবস্থা করা হবে।