সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও মহানগর বিএনপির সদস্য এবং বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ চমন’র মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বেলা ৩টার দিকে মিছিলটি আম্বার খানা থেকে শুরু হয়ে চৌহাট্টা এসে শেষে হয়।
মিছিল উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম লয়লু, যুবদল নেতা মলয় লাল ধর, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান জুয়েল, সাইদুর রমান সাইদ, সাইদ রাবানি চৌধুরী সুজন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়ছান মাহমুদ সুমন, শাফায়েত হোসেন সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এম হাসান, সাইদুল হক চৌদুরী,সহিদুজাম্মান সুমন, আফজাল খান পাপলু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, হেলিম খান মাসুদ, মকসুদুল করিম ইমন, জুমন আহমদ, শেখ দিপু, আরব আলী লিটন, শাবি-প্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদ খান সাদি, মহানগর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল মাহমাদ, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ, আইন বিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন তানভীর, সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবুল হোসেনে, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রকিবুল হাসান হারুন, আশরাফুল ইসলাম আশরাফ, সালমান আহমদ রানা, আবু সাইদ শাহীন, শহীদ হোসেন টিটু, করিম আহমদ, রুমন আহমদ, শিবলু জাম্মান,সামী সাদিক, শরিফ আহমদ, ওমর ফারুক সোহাগ,সাদ্দাম হোসেন, পারভেজ আহমদ, তরিকুল ইসলাম নয়ন, আবু সাইদ মো: সাকিব, হাবিব আহমদ, জয়নাল আবেদী রাহেল, প্রিন্স খান, রাসেদ খান, সাদিকুর রহমান বাচ্ছু, পিতম লস্কর, মান্নান আহমদ ইমন, সাজাদুল ইসলাম সাজু, তাজুল ইসলাম তাজ, আমিনুর রশিদ, এম ভি আহজান আহম্মদ আফরান, তুহিন আহমদ, সাগর, সান্ত, অপু, ফাইজুর রহমান, রুমেল তালুকদার, মো: বাবুল, তানজিম লিটন, রবিউল আউয়াল শিবলু, পারভেজ আহমদ, ময়নুল ইসলাম, পারভেজ খান, সুহেল আহমদ, তাজউদ্দিন তাজ, রাহায়ন আহমদ, রিফাত চৌধুরী, ফরহাদ আহমদ তালহা, আবুল হোসেন তালহা, লিংকন আহমদ, জুবেদ খান, ফিরুজ খান কুটি, রিদমান ফাহাদ, সালমাহ আহমদ রাসেল,জাহেদ খান, রুহেল আহমদ রিপন, আদমান আহমদ, মাহী হোসেন , শওসক আহমদ ও আলমাস আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি