সুমন দাস
অন্যের ঘরের মাঝে যখন তুমি,
ছুঁড়ে মারছ পাথর।
দেখেছ কি ভেবে তোমার ঘরে,
লাগবে না তো আঁচড়।
তার ঘরটি হয়তো ঢিলের চোটে,
ভেঙে হবে খান খান।
অন্যের ছুঁড়ে মারা ঢিল থেকে কি,
তুমি পাবে পরিত্রাণ।।
খড় দিয়ে হয়তোবা সে বেঁধেছিল,
মনের মাঝেতে ছোট্ট ঘর।
তোমার ছুঁড়ে ফেলা পাথরের ঢিলে,
ব্যথা বইবে জীবন ভর।।
যে দিন বুঝবে তাকে আঘাত হানা,
ছিল তোমার বড় ভুল।
সেদিনতো ক্ষমা চাওয়ার মতো তুমি,
পাবে কি তার চরণমূল।।
নিজেই যখন জেনে শুনে বানিয়েছ,
তুমি কাঁচ দিয়ে ঘর।
তাহলে বল অন্যের ঘর পানে কেন,
ছুঁড়ে মারছ পাথর।।