প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারি সমিতির সিলেট বিভাগের সাধারণ সভা সমিতির বিভাগীয় সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি মিলেই প্রাথমিক শিক্ষা পরিবার, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন কাজ চলমান রয়েছে। এতে সকলের অবদান রয়েছে।’ প্রাথমিক শিক্ষা পরিবারের বিভিন্ন দাবি রয়েছে, এগুলো পূরণে কাজ চলছে বলেও জানান তিনি।
মো. গোলাম মোস্তফা ও মো. মোস্তফা কামাল খানের যৌথ পরিচালনায় সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম, কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।
সমিতির সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ গোপের স্বাগত বক্তব্যে শুরু হওয়া সভায় শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- মো. আবুল খায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রুবেল আহমদ, সৈয়দ মোহাম্মদ আলী কবির, মোঃ শফিকুল ইসলাম. শাওন রায় চৌধুরী, মোঃ নূরুল হক, মোঃ আজাদুর রহমান, মনোজ কুমার গোস্বামী, বাবুল ভূষণ দেব, মোঃ আবুল কালাম, মোঃ আনিসুল করিম, মালেক আহমদ।
উপস্থিত ছিলেন- সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম মোর্শেদ, দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক রানা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রেখা।
সভায় সিলেটের তিনটি জেলা কমিটি ও বিভাগীয় কমিটি গঠন করা হয়। এরমধ্যে সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মনোনয়ন করা হয়েছে মোঃ আব্দুল খালেককে, সাধারণ সম্পাদক নিত্যানন্দ গোপ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী কবির। সিলেট জেলা কমিটির সভাপতি নিত্যানন্দ গোপ, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মান্না চক্রবর্তী।
মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বাবুল ভূষণ দেব, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দীক এবং সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মনোজ কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনোনিত হয়েছে। বিজ্ঞপ্তি