নিরাময়যোগ্য শিশু অন্ধত্ব নিরসনে ভার্ড গৃহিত কার্যক্রম প্রশংসার দাবিদার – ইউএনও মনিরুজ্জামান

43

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেছেন, নিরাময়যোগ্য শিশু অন্ধত্ব নিরসনে ভার্ড গৃহিত কার্যক্রম প্রশংসার দাবিদার। বিশেষ করে ভার্ড শিশুদের চক্ষু সেবার উন্নয়নে যে সব কার্যক্রম গ্রহন করেছে তা গোটা সিলেট অঞ্চলের মধ্যে সর্ব প্রথম শিশু চক্ষু সেবা কার্যক্রম। যা ইতি মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। অত্র অঞ্চলের শিশুদের অন্ধত্ব নিরসনের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি এর ধারাবাহিকতা রক্ষায় এবং এ কার্যক্রমকে আরো বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলার ইলাসপুরস্থ ভার্ড চক্ষু হাসপাতালে ভার্ড এর উদ্যোগে, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের সহযোগিতায় অনুষ্ঠিতব্য প্রাথমিক শিশু চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনসিবিপি-ভার্ড এর সহকারী পরিচালক ও সমন্বয়কারী এইচ ফারুক আহমদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন, ভার্ড ইসিএস লিঃ এর কন্সালটেন্ট ওআই সার্জন ডাঃ বি.কে.এম শাহরিয়ার, ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ, বালাগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছত্তার, খাদিমপুর নছিব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব। বিজ্ঞপ্তি