স্টাফ রিপোর্টার :
‘টেকসই পর্যটন উন্নয়নের হাতিয়ার’- এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে শোভাযাত্রা বের করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বের হওয়ায় শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশাররফ হোসেন, পর্যটন কর্পোরেশন সিলেটের বিদায়ী ম্যানেজার জাহিদ হাসান, নবাগত ম্যানেজার আখলাকুর রহমান, ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, এম.সি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ আলম রাফী, আটাব সিলেটের সদস্য আব্দুল কাদির, হাব সিলেটের সহ সভাপতি তৈয়বুর রহমান, সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রচার সম্পাদক মাজহুরুল ইসললাম সাদি, সদস্য দেলোয়ার হোসেন রানা, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রইসুল খান, সিলেট আটাব এর সাধারণ সম্পাদক রেদওয়া, নির্বাহী সদস্য দেওয়ান রুশো চৌধুরী, সিলেট সুরমা ক্লাবের সভাপতি সাংবাদিক খালেদ আহমদসহ সিলেট ট্যুরিস্ট ক্লাব, ট্যুরিস্ট ক্লাব অব এম.সি কলেজসহ ট্রাভেলস এজেন্সির সংগঠন আটাব, হাব ও ট্যুরিজম সংশ্লিষ্ট সরকারি- বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।