মঙ্গলবার শাহপরান (রহ.) থানা এসএমপি, সিলেট কর্তৃক আয়োজিত থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুজিবুর রহমান মানিক (বীর মুক্তিযোদ্ধা)’র সভাপতিত্বে এবং অফিসার ইনচার্জ, শাহপরান (রহ.) থানা, আকতার হোসেনের পরিচালনায় সূচনা কমিউনিটি সেন্টার খাদিমপাড়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে জঙ্গিবাদ এবং মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি সূচনা কমিউনিটি সেন্টার হতে শুরু হয়ে নিপোবন আবাসিক এলাকার রাস্তার মুখে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন গোলাম কিবরিয়া, পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশফাক আহমেদ, উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, সিলেট, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ডাঃ তবারক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষন ব্যানার্জী। এছাড়া উক্ত অনুষ্ঠানে এসএমপি সিলেটের সকল থানার সহকারী পুলিশ কমিশনার এবং অফিসার ইনচার্জসহ উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছার উদ্দিন, টুলটিকর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, কান্দিরগাও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ব্যবসায়ী, সচেতন নাগরিক, সাংবাদিক, সর্বস্তরের জনসাধারণবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জনসাধারণ ও জনপ্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোলামেলা অলোচনা করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাছাড়া এলাকাবাসী টিলাগড় পয়েন্ট, মেজরটিলা সহ গুরুত্বপূর্ণ মোড়ে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার অনুরোধ জানায়। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার জন্য প্রতিশ্র“তি দেওয়া হয়।
তাছাড়া মাদক ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে পুলিশ ও জনসাধারণ একসাথে কাজ করবে বলে সভায় বিশেষ অতিথি আশফাক আহমেদ উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, সিলেট আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ কমিশনার ধৈর্য্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করে। বিজ্ঞপ্তি