হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের উদ্যোগে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ এর যাত্রা শুরু হবে। ২২ সেপ্টেম্বর শুক্রবার টেকনাফে রোডমার্চ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচী সফলের লক্ষ্যে সিলেটের সর্বদলীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ১১ সেপ্টেম্বর সোমাবার বিকেলে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
রোডমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লেঃ কর্ণেল পীর আতাউর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও মাওলানা আলী নূর এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ¦ কলন্দর আলী, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জমিয়তের সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী ও প্রিন্সপাল মাওলানা মাহমুদুল হাসান, ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, খেলাফত মজলিস মহানগর সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান তাপাদার, আল ইসলাহ নেতা মাওলানা সৈয়দ কুতবুল আলম, মাওলানা নওফল আহমদ, জমিয়ত নেতা মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, মাওলানা মুখতার হোসেন, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মতিউর রহমান, মাওলনা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা মুফতি আহমদ, মাওলানা কবির আহমদ খান, হাফিজ মাসুদ আজহার, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা রফিক বিন সিকন্দর, মাওলানা আব্দুল গণি, মাওলানা কবির আহমদ, মাওলানা মুজ্জামিল হক, হুমায়ুন রশীদ, মাওলানা জাবির হোসাইন চৌধুরী, মাওলানা মুহি উদ্দিন মাসুম, প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, এম. বেলাল আহমদ চৌধুরী, রেজাউল করিম এলএলবি, আনিছুর রহমান, মাওলানা কায়ছান মাহমুদ আকবরী, মাওলানা মোস্তাক হোসাইন, মাওলানা আতাউর রহমান, মাওলানা খায়রুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাসহ ভিন্নধর্মী লোকদের উপর নির্যাতন, নিপীড়ন চলছে তা ইতিহাসের জঘন্য বর্বরতা ও গণহত্যা। বিভিন্ন গণমাধ্যমে মানুষ হত্যার দৃশ্য দেখে কোন বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারে না। এই হত্যাযজ্ঞ বন্ধ করা লক্ষ্যে রোডমার্চ সফল করার সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। বক্তারা গণহত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে মায়ানমারে গণহত্যা বন্ধে চাপ সৃষ্টির জন্য সরকারের সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত্ব আহ্বান জানান। বক্তারা সিলেটের সর্বস্তরের সচেতন জনগণকে রোডমার্চ সফল করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি