কাউন্সিলর তুহিনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ আগষ্ট) নগরীর শিবগঞ্জ বাজারে ২১ ওয়ার্ডেবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাউন্সিলর মোঃ আব্দুর রকিব তুহিনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে আব্দুল মোত্তালিব রুনুর সভাপতিত্বে ও খলিলুর রহমান কুটু সমন্বয়ে মানববন্ধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমীন বাকের, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, শিবগঞ্জ বাজার কমিটির পক্ষে মুহিবুর রহমান, ঠাকুরপাড়ার পক্ষে আব্দুল আলীম দিপক, সোনার পাড়ার পক্ষে ইসমাইল মাহমুদ সুজন, তাজউদ্দিন মাসুম, কয়েছ আহমদ, নজরুল ইসলাম ও রওনক আহমেদ।
রাজপাড়ার পক্ষে রাজপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, তাজউদ্দিন লিলু, শাপলাবাগের পক্ষে রফিকুল ইসলাম জুয়েল, হাফিজ আঃ সালাম, বোরহানবাগের পক্ষে ফখরুল ইসলাম খাঁ, খসরুজ্জামান, মামুন মিয়া, হাতিমবাগের পক্ষে রুস্তুম খান, দেলোয়ার হোসেন মুহিন, লামাপাড়ার পক্ষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আজাদুর রহমান কুটন, রানা মিয়া, উমেদ খান, ছাপরবন্ধ পাড়ার পক্ষে বাবুল মিয়া, সেফুল আহমদ, কালাশীলের পক্ষে মকবুল হোসেন, খন্ডিকরপাড়ার আব্দুল হান্নান প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন হাতিমবাগ মসজিদের মোতাওয়াল্লী আব্দুস সামাদ পিয়ারা, সোনা মিয়া, ইফু মিয়া, আব্দুল মুকিত কুনু, সুদীপ সেন বাপ্পু, সৈয়দ মিনহাজ উদ্দিন মুছা, সৈয়দ উবায়দুর রহমান, জসিম উদ্দিন, মাসুদ খাঁন, রুজেল চৌঃ, সাহেদুর রহমান, এম মামুন আহমদ, সাদিকুর রহমান রাসেল, দিলাল আহমদ, রেজান আহমদ, রাতুল আহমদ, ফখরুল ইসলাম, ফয়সল আহমদ, জামাল আহমদ, জাবেদ আব্দুল্লাহ, জাবেদ আহমদ, সোহেল আহমদ, জাবেদ হক, লোকমান আহমেদ, সৈয়দ শিপন, মিছবাহ আহমেদ, আব্দুস সামাদ লস্কর মুনিম, তানভির আহমদ সুমন, রুবেল আহমদ, মুহিবুর রহমান, মাহের, সুজন, সেজু চৌঃ,মুহিম, রুপু, রুমু, সেপু, হায়দার, ফখরুল সহ সোনারপাড়া, ছাপরবন্ধপাড়া, লামাপাড়া, রাজপাড়া, হাতিমবাগ, বোরহানবাগ, শাপলাবাগ, গোলাপবাগ, ঠাকুরপাড়া, খন্ডিকরপাড়া সহ বৃহত্তর শিবগঞ্জ টিলাগড়ের আপামর জনতা কাউন্সিলর তুহিনের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মিথ্যা মামলা প্রত্যাহার না হলে মানববন্ধন পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কমর্সুচী দেয়া হবে বলে বক্তারা জানান। বিজ্ঞপ্তি