জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বেদখল হয়ে যাওয়া গ্রামীন পঞ্চায়েতি রাস্তার জায়গা দখল মুক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে।
জানা গেছে, নাদামপুর গ্রামের খায়রুল হাসান রুপার লোকজন গ্রামের একটি পঞ্চায়েতি রাস্তার ১৪ হাত জায়গার মধ্যে ৪ হাত জায়গা দখল করে নিয়ে যান। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে রবিবার সকালে গ্রামের শালিসি ব্যক্তি তাজ উদ্দিনের নেতৃত্বে গ্রামের প্রতিবাদী লোকজন বেদখল হয়ে যাওয়া রাস্তার জায়গা দখল মুক্ত করতে যান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে শালিসি ব্যক্তি তাজ উদ্দিন (৬০), সুজন মিয়া (৩৫), আকবর আলী (৪৫), মনু মিয়া (৩৫), জাবের হোসেন (৩০), শায়েক আহমদ (২০), নজির উদ্দিন (৪৫), মনু আহমদ (৩০), রংমালা বেগম (৫৫), আবু মিয়া (৪০), ছানু মিয়া (২৪), সোনা মিয়া (৫১), আনু মিয়া (২৬) সহ উভয় পক্ষে নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত রংমালা বেগম, আবু মিয়া ও ছানু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।