পশ্চিমাদের আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে ——————আখতার হোসাইন জাহেদ

80

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ বলেছেন, Talamije Islamia Photo-4-8-17পাশ্চাত্য সভ্যতা ভালো করেই জানে যদি বিশ^ব্যাপী তাদের রাজনৈতিক, অর্থনৈতিক আধিপত্য ধরে রাখতে হয় এবং গোটা বিশ^কে ভোগবাদী ও বস্তুবাদীকরণ করতে হয়, তাহলে তাদের অন্যতম বাধা হয়ে দাঁড়াবে মুসলিম বিশ^। তাই তারা ফাদ পেতে মুসলিম বিশে^র মানুষের চিন্তাধারা ও ধ্যান-ধারণা বিকৃতশীল ও অন্তদ্বন্দ্ব সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় তারা বর্তমানে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। তাই পশ্চিমাদের আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ^কে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার দুপুরে নগরীর স্টেশন রোডস্থ একটি পার্টি সেন্টারে দক্ষিণ সুরমা থানা তালামীযের নবগঠিত কমিটির অভিষেক ও বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি ফয়েজ আহমদ তাজির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ. এম. খালেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, পশ্চিম থানার সাবেক আহবায়ক হাফিজ রওশন আহমদ, সিলেট সরকারী কলেজ তালামীযের সভাপতি সাব্বির আহমদ মাহবুব, লালাবাজার লতিফিয়া সুন্নী যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মোল্লারগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান জামিল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লারগাঁও আল ইসলাহর সদস্য আব্দুল মুমিন, আশরাফ আহমদ, রাব্বী আহমদ, মোগলাবাজার থানা তালামীযের সদস্য মারুফ বিল্লাহ রুহেল, দক্ষিণ সুরমা থানা শাখার সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান রাজা, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম রহিম ও সিলাম ইউপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি প্রমুখ।
নবগঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি ফয়েজ আহমদ তাজির। বিজ্ঞপ্তি