বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত জালালাবাদ থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও মহানগর বি.এন.পি’র সহ সভাপতি, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, দেশে এখন বাকশালী ষঢ়যন্ত্র চলছে। সাধারণ মানুসের জান ও মালের কোন নিরাপত্তা নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিস্বরূপ। জনগণের মৌলিক অধিকার সহ মানবাধিকার সর্বমতত্ত ভূলুন্ঠিত। এমতাবস্থায় একদলীয় ষড়যন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্তির লক্ষ্যে বি.এন.পি’র ভিশন ২০৩০ বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদলের প্রত্যেকটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌখিদেখীস্থ কাউন্সিলরের বাসভবনে জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুমেল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দিলোয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন টিটু, মিজানুর রহমান নিজাম, রাসেল আহমদ খান, আব্দুল্লাহ মিয়া, শাহেদ আহমদ, জাহেদ আহমদ, সুমন হালালী, ফারুক আহমদ, কামরুল হাসান সজল, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ,ছাত্রদল নেতা ছদরুল ইসলাম লোকমান, রাজু আহমদ অপু, মিজানুর চৌধুরী, জুনেদ আহমদ, এনাম আহমদ রাজ। বিজ্ঞপ্তি