কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটের চান মিয়া হত্যা মামলার পলাতক আসামী হেলাল উদ্দিন (২৪)কে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া ও চান মিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বিকেল অনুমান ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে পলাতক আসামী হেলাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। গত ১ জুন কাপড় শুকানোকে কেন্দ্র করে কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির নিজ গাছবাড়ী গ্রামের চান মিয়াকে একই বাড়ীর হেলাল উদ্দিন ও তার ভাই আলা উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গাছবাড়ী মহিলা মাদ্রাসার ত্রিমোহনী পয়েন্টে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া মারা যান। এ ঘটনায় চান মিয়ার বোন গ্রেফতারকৃত হেলাল উদ্দিন ও তার ভাই আলা উদ্দিনকে আসামী করে কানাইঘাট থানায় সে সময় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে দুই ভাই পলাতক ছিল। কিন্তু গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হেলাল উদ্দিনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে কানাইঘাট থানা পুলিশ ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ নন্দিরাই গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে শাহীন আহমদকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রামিজা পয়েন্ট থেকে গ্রেফতার করেছে। এ অভিযানের নেতৃত্ব দেন এস.আই হুমায়ুন কবির, এএসআই খোরশেদ আলম।