কানাইঘাট চরিপাড়া সুরমা ডাইকে ভয়াবহ ভাঙ্গন

65

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সাতবাঁক ইউপির সুরমা নদীর ভাঙ্গন কবলিত গ্রাম চরিপাড়া নয়াগাও সুরমা ডাইকে ভয়াবহ ভাঙ্গনের Surma dike picসৃষ্টি হয়েছে। চরিপাড়া গ্রামের সুরমা ডাইকের দীর্ঘতম মাটির রাস্তা সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের নেতৃত্বে ইতিমধ্যে কাজ সম্পন্ন হলেও সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে চরিপাড়া নয়াগাও গ্রামের একটি অংশে সুরমা ডাইকে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়। উক্ত সুরমা ডাইকের ভাঙ্গন দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলে ভাঙ্গন কবলিত এলাকায় বেড়ি বাঁধ দিয়ে ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে, তবে অদ্যবধি পর্যন্ত কাজ শুরু হয় নি। শুক্রবার বিকেল ৪টার দিকে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, চরিপাড়া গ্রামটির অধিকাংশ বাড়ীঘর ও ফসলী জমি সুরমা নদীর করাল গ্রাসে দিন দিন বিলীন হচ্ছে। ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চরিপাড়া সুরমা ডাইকের মাটি ভরাট, রাস্তা সংস্কারের পাশাপাশি সুরমা ডাইক ভাঙ্গন ঠেকাতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি চরিপাড়া নয়াগাঁও গ্রামে বড় ধরনের সুরমা ডাইকে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন ঠেকাতে দ্রুত উদ্যোগ গ্রহণ না করা হলে সাতবাঁক ইউপির বিস্তীর্ণ ফসলী জমি ও এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিবে। ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, ভাঙ্গন রোধে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ভাঙ্গন ঠেকাতে দ্রুত কাজ শুরু না হলে এলাকায় বন্যা দেখা দেওয়ার পাশাপাশি সুরমা ডাইকের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিতে পারে। এ ব্যাপারে দ্রুত কর্তৃপক্ষকে এগিয়ে আসার তিনি আহ্বান জানিয়েছেন।