বাবরুল হাসান বাবলু, তাহিরপুর থেকে :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও জন প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরের উন্মুক্ত স্থানে ঈদ পরবর্তী পুনর্মিলনীতে মিলিত হন তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের জনপ্রতিনধিবৃন্দ। পুর্নমিলনী সভার বিভিন্ন আলোচনার উঠে আসে তাহিরপুরের শিক্ষা, সংস্কৃতি, জীবন যাত্রা, স্বাস্থ্য ও পর্যটন সহ বিভিন্ন বিষয়। এতে বিভিন্ন আলোচনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি কামরুজ্জামান কামরুল, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, বাদাঘাট সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,ইসলামপুর দেবল রঞ্জন সরকার, উজান তাহিরপুর মানবেশ রায়, ঘাঘটিয়া মন্টু রায়, রতনশ্রী শেলী রায়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শেখর রায়, পাতারগাঁও সজল বর্মন প্রমুখ।