সুনামগঞ্জ থেকে চুরি হওয়া শিশু মাধবপুরে উদ্ধার

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে শিশুসহ এক নারীকে আটক করেছে এলাকাবাসী। ওই নারীর নাম আকলিমা বেগম। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ২-৩ বছরের একটি বাচ্চাকে ওই নারীর কোলে দেখলে এলাকাবাসীর সন্দেহ হয়। বাচ্চার হদিস বের করতে সবাই চাপ দিতে থাকে। সকলের চাপের মুখে ওই নারী ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে বাচ্চাটিকে তিনি চুরি করে নিয়ে এসেছেন। আরো জানান, তার বাচ্চা ভালো লাগে। তার বাচ্চা নেই। এজন্য চুরি করে নিয়ে এসেছেস। তবে তার মধ্যে একটি অপরাধবোধ কাজ করছে। এখন তিনি বাচ্চাটিকে ফেরত দিতে চান।
এদিকে সুনামগঞ্জের দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই বাচ্চা আমাদের থানায় নিখোঁজের কোন ডায়েরি হয়নি। তবে আমরা এটি খোঁজখবর নিয়ে দেখছি।
মাধবপুরের স্থানীয় কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাচ্চাটিকে তাদের প্রকৃত বাবা-মার কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ বাচ্চাটিকে চিনে থাকলে অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করার আহŸান জানাচ্ছি।

জগন্নাথপুরে প্রশাসনের সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিয়াদ বিন ইব্রাহিম ভ‚ঞা, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমানের সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য আলী জহুর, নিকেশ বৈদ্য. বাপন দত্ত, তৈয়বুর রহমান ও শাহ ফুজায়েল আহমদ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে খাদ্য পরিদর্শকের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

কমলগঞ্জ সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে খাদ্য পরিদর্শক কিয়াম উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাত সাড়ে ৩ টার সময় বাড়ির পিছনের বারান্দার গেইটের তালা ভেঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের বাকি সদস্যদের এক রুমে জড়ো করে হাত পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরের সকেচ ও আলমারিতে থাকা হীরার আংটি সহ ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে। যাবার সময় সবাইকে হাল্লা চিৎকার করলে ফিরে এসে সবাইকে গুলি করে হত্যা করার হুমকি দেয়। এদিকে কমলগঞ্জ থানার বিভিন্ন স্থানে গরু চুরি, সিঁদেল চুরি, মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে।
ঘটনার খবর পেয়ে সরজমিনে গেলে খাদ্য পরিদর্শকের স্ত্রী প্রধান শিক্ষিকা হোসনে আরা জানান, মঙ্গবার রাত ১২টা পর্যন্ত আমাদের বাড়ীতে একটি পারিবারিক বৈঠক ছিল। আত্মীয় স্বজনরা চলে গেলে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাত আনুমান ৩টার দিকে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমাকে ও আমার স্বামীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাকী সদস্যদের এক রুমে এনে হাত পা বেঁধে ফেলে। পরে আমাদের ঘরে থাকা হীরার ২টি আংটি, ২ ভরি ওজনের ২ জোড়া কানের দুল, ২ ভরি ওজনের গলার ১ টা নেকলেস, ২ ভরি ওজনের ১ জোড়া গলার চেইন, ১ ভরি ওজনের ১ জোড়া হাতের বালা, আড়াই ভরি ওজনের মনিপুরি গুটি মালা ১ টা, ১ ভরি ওজনের ১ জোড়া স্বর্ণের আংটি ও ৩ জোড়া স্বর্ণের কানের রিং এবং আমার দেবরের প্রায় ৫ ভরি স্বর্ণসহ মোট ১৭ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাবার আগে আমাদের হুমকি দিয়ে যায়, কেউ চিৎকার করলে ফিরে এসে সবাইকে গুলি করে হত্যা করবে। ঘটনার খবর পেয়ে আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদান হোসন ঘটনাস্থল পরদর্শন করেন। এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামানসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এ বিষয়ে আরো স্পষ্ট হতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।

হজের প্যাকেজ ঘোষণা খরচ কমলো প্রায় লাখ টাকা

কাজির বাজার ডেস্ক

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজে। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে বাড়ি) ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অপর প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। সচিবালয়ে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এই সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ চ‚ড়ান্ত করা হয়।
এর আগে ২০২৪ সালের সাধারণ প্যাকেজের জন্য খরচ নির্ধারণ করা হয়েছিলো ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, আর বিশেষ প্যাকেজের জন্য ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। গত বছরের চেয়ে একটি প্যাকেজ ১ লাখ টাকা হজের খরচ কমেছে।

দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার

দোয়ারাবাজার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সোহেল আহমেদ মিন্টু (৩৮) কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কৃষক লীগের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুরিগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সফর আলীর পুত্র।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত বিশাল কর্মযজ্ঞ। জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে, এই বিষয়টি যেন উপেক্ষিত না হয়। বিএনপি মনে করে কোনভাবে অন্তর্র্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সরকারের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডাভিত্তিক করা অত্যন্ত জরুরি। বুধবার বিকাল ৪ টায় গালিমপুরে সিলেট সিটি করপোরেশনের নবগঠিত ৩০ নং ওয়ার্ডের বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি বলেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশের স্বার্থই হবে সবচাইতে বড়।
রাষ্ট্র, রাজনীতি, শাসন ও প্রশাসন পরিচালনায় আমরা গুরুত্ব দেবো মেরিটোক্রেসিকে। এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।
অধিকার আদায়ে সতর্ক থাকার আহŸান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নিজেদের অধিকার আদায় এবং দায়িত্ব কর্তব্য পালনে সতর্ক থাকতে হবে আমাদেরকে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সদস্য খসরুজ্জামান এর সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নুরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শামসুর রহমান সুজা, সুহেল ইবনে রাজা, পাবেল রহমান, মোঃ গৌছ উদ্দিন, জয়নুল ইসলাম শিপন, জামিল আলী, নুরুল হাসান, আবুল রাসেল, গৌছ আলী মহরিল, টুনু মিয়া, সুমন আহমদ, আব্দুর রহিম, খালেদ আহমদ সহ এলাকাবাসী এবং বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

দোয়ারায় ২৪ বস্তা চোরাই চিনি জব্দসহ আটক ২

দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২শ’ কেজি (২৪ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সেই সাথে ব্যাটারীচালিত ২টি টমটমসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত সেলিম আহমদ (২০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের রহমত আলীর পুত্র এবং আমির হোসেন (৩৫) একই ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় কালিউরি ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এস আই মোহন রায় ও এ এস আই নুরুল আমীন মোল্লা। বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ চার দিনের রিমান্ডে

কাজির বাজার ডেস্ক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ট্রাক ড্রাইভার আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক শরীফুর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মিছিলে অংশ নেন ট্রাক ড্রাইভার আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর বিকাল ৩টায় উত্তরা ৭ নং সেক্টর এলে গুলিতে নিহত হন ট্রাক ড্রাইভার আলমগীর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ড. আব্দুস শহীদকে। দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে শেখ হাসিনা ও তার দলের এখন কোনো জায়গা নেই

 

কাজির বাজার ডেস্ক

ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘দেশের রাজনীতিতে এ দলের এখন কোনো জায়গা নেই।’ যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। বুধবার পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ড. মুহাম্মদ ইউনূস জানান, তাঁর অন্তর্র্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের ক‚টনৈতিক উত্তেজনা এড়াতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, ‘স্বল্পমেয়াদে হলেও নিশ্চিতভাবেই তাঁর (শেখ হাসিনা) কোনো জায়গা নেই, আওয়ামী লীগের কোনো জায়গা নেই বাংলাদেশে।’
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস আরও বলেন, ‘তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, তারা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেছে, তারা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে শুধু নিজেদের স্বার্থ বাড়িয়ে নিতে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়।’ প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী ও মানবাধিকার সংস্থাগুলো সাম্প্রতিক নির্বাচনে কারচুপি, বিচারবহিভর্‚ত হত্যাকাÐ এবং শেখ হাসিনার ১৫ বছরেরও বেশি শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের অভিযোগ তুলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে ভারতে যান। এর পর থেকে বাংলাদেশিরা আওয়ামী লীগকে সাময়িকভাবে রাজনীতি থেকে স্থগিত করা উচিত, সংস্কার করা উচিত বা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত কিনা তা নিয়ে বিতর্ক করছেন। প্রধান উপদেষ্টা ধারণা করছেন, আওয়ামী লীগ ভেঙে যেতে পারে। তবে দলটির ভাগ্য অন্তর্র্বর্তী সরকার দ্বারা নির্ধারিত হবে না। কারণ এটি রাজনৈতিক সরকার নয়।
এমনকি আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কি না সে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ‘ঐক্যমত্য’ এর ভিত্তিতে নেওয়া হবে বলে জানান অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সরকার হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না যে রায় হওয়ার আগে এটা করার দরকার আছে।
রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছা নেই জানিয়ে ড. ইউনূস বলেন, তার সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চ‚ড়ান্ত করেনি। আমাদের কাজ সবকিছু স্বাভাবিক করা এবং সংস্কার সম্পন্ন করা। নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করব।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড. ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, হিন্দুদের ওপর ব্যাপক নৃশংসতা নিয়ে ভারত যে অভিযোগ করছে তার কোনো সত্যতা নিশ্চিত করেনি মানবাধিকার সংস্থাগুলো।
ড. ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ‘কিছু ঘটনা’ ঘটেছে এবং ‘খুব অল্প সংখ্যক’ প্রাণহানি হয়েছে। তবে তাদেরকে ধর্মের ভিত্তিতে নয়, আওয়ামী লীগের অনুসারী হিসেবে টার্গেট করা হয়েছে। আগস্টে হামলার শিকার অধিকাংশ হিন্দু আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এটাকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে।
‘আমরা প্রতিবেশী। আমাদের একে অপরের প্রয়োজন। আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে হবে, যেমনটি দুই প্রতিবেশীর থাকা উচিত, ’ যোগ করেন তিনি।

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি

কাজির বাজার ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়াই কাজ করতে চায় অন্তর্র্বতী সরকার। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে। যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়। সরকারের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, তাও আমাদের জানাতে বলেছি।