বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমের সভাপতিত্বে এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো.ফরিদ উদ্দিন আহমদ ভ‚ঁইয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বিএনপির নেতা সাইফুল ইসলাম সেফুল, মেম্বার, খলকু মিয়া, ফয়জুল হক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ সময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক কর্মকালীন বিভিন্ন সৃতিচারণ উল্লেখ করে বলেন, স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। জনপ্রতিনিধিগণ আমাকে যতেষ্ট সহযোগীতা করেছে।

 

শপথ নিলেন তিন উপদেষ্টা

কাজির বাজার ডেস্ক

অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিন জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন উপদেষ্টারা হলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও সেখ আকিজ উদ্দিনের সন্তান ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এখন দাঁড়াল ২৪ জনে।

সিলেটে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১২

স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া থেকে এক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
সুনামগঞ্জের ছাতকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জন ও সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৫ জন পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার আনুজানি গ্রামের কাচাই মিয়ার পুত্র কাপ্তান মিয়া (৩৫), মশ্রব আলীর পুত্র জানাই মিয়া (৩০), সুরুজ মিয়ার পুত্র আশক আলী (৫০), কচুর গাঁও গ্রামের আছির আলীর পুত্র লিলু মিয়া (৪৩)ও পৌর সভার গণক্ষাই গ্রামের জমির আলীর পুত্র সাকির আলী (৩২)। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলায় ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নালমুখ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত জামাল মিয়া উপজেলার মিরাশি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও একই ইউনিয়নের পড়াঝার গ্রামের বাসিন্দা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ক্যাডার, চোরাকারবারির হোতা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বোগলাবাজার ইউপি সদস্য জামিল খান (৩৯) কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বোগলাবাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জামিল খানকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের মৃত আব্দুল লতিফ খানের পুত্র। দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাফিজুর রহমান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতা রায়হান মিয়াকে ও গ্রেফতার করা হয়।

সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

কাজির বাজার ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহŸান জানিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সেখানে অবস্থান নিতে শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে সিলেটে আনা ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রবিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ী ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ২টি ট্রলি ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গলে টি বোর্ডের চেয়ারম্যান এবার আমরা উৎপাদন টার্গেটে যেতে পারব না

সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল

বাংলাদেশ চা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেছেন, চলতি মৌসুমে এবার আমাদের একটু ডেফিসেন্সি যাবে। এবার আমরা উৎপাদন টার্গেটে যেতে পারব না। কোয়ালিটিতে উত্তরবঙ্গের চা-বাগানগুলোকে যদি আমরা আমলে নেই, তাহলে হয়তো লক্ষ্যমাত্রা অর্জন হবে। কিন্তু কোয়ালিটি বিবেচনায় সেটা সম্ভব হবে না। তবে যতটুকু জেনেছি, অক্টোবর পর্যন্ত বেশির ভাগ চা বাগান গত বছরের চেয়ে কিছুটা বেশি উৎপাদন হয়েছে’।
রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের আয়োজনে কনফারেন্স রুমে চতুর্থবারের মতো পাঁচ দিনব্যাপী ‘টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একে এম রফিকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও বাংলাদেশ চা বোর্ডের (গবেষণা ও উন্নয়ন) সদস্য ইয়াছমিন পারভীন তিরবীজি, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক জি এম শিবলী।
চায়ের দাম না পাওয়ার বিষয়ে চা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ‘প্রাইসের চেয়ে কোয়ালিটির চ্যালেঞ্জটা বেশি। কোয়ালিটি কম্প্রোমাইজ করার জন্য প্রাইসটা ধরে রাখতে পারছে না। চায়ের কোয়ালিটি ইমপ্রোভ করতে পারলে দাম অবশ্যই পাওয়া যাবে। কিন্তু এখন যেহেতু কোয়ালিটি ই¤প্রæভ হচ্ছে না তাই প্রাইস পড়ে যাচ্ছে। লোকজন ভাল চায়ের সাথে খারাপ চা মিশ্রণ করে বাজারে সেল করছে। যার কারণে প্রাইসটা ফল্ করছে। মানুষ যখন বেশি টাকা দিয়ে একটা জিনিস কিনতে যাবে তখন ভালোটাই কিনবে। তাই ভাল চা করতে পারলে দাম অবশ্যই পাওয়া যাবে। এছাড়া যদি প্রশাসনিক কোন চ্যালেঞ্জ থাকে আমরা সবাই মিলে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব’।
ন্যাশনাল টি কোম্পানির বাগানে উৎপাদন বন্ধের ব্যাপারে তিনি বলেন, ‘ওই চা বাগান (এনটিসি) সরাসরি টি বোর্ডের অধীনে নেই। কিভাবে এই রুগ্নদশা থেকে উৎপাদনে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে মন্ত্রণালয়-এনটিসি আলাদা মিটিং করছে। আমরাও এটাতে ইনভলব হচ্ছি। সবাই মিলেই চেষ্টা করছি যাতে করে এনটিসি’র যে কারেন্ট চ্যালেঞ্জ সেটা থেকে বেরিয়ে আসতে পারে। এখানে শুধু বাগানেই পাতা নষ্ট হচ্ছে সেটাই না, অনেক চা গুদামে আছে সেটাও একটা ইস্যু। অনেক শ্রমিক রয়েছে যারা কাজ করতে পারছে না এবং অনেক চা পাতা গার্ডেনে পড়ে আছে সেগুলো উৎপাদন করতে পারছে না। সব লেভেল থেকেই চেষ্টা করা হচ্ছে উত্তরণের জন্য। সরকারের পক্ষ থেকে স্বদিচ্ছার কোনো অভাব নেই। ওই বাগানের আগের এমডি এবং চেয়ারম্যান নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে একজন এমডি, একজন চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে, বোর্ড অব ডাইরেক্টর চার-পাঁচজন নিয়োগ করা হয়েছে মন্ত্রণালয় থেকে। সবাই মিলেই চেষ্টা করছে। আমার বিশ^াস, স্বল্পতম সময়ের মধ্যেই এ সমস্যা থেকে সমাধানের দিকে যেতে পারব, যদি আমরা সত্যি সত্যি মন থেকে অনুধাবন করতে পারি’।
অবৈধ পথে নিম্নমানের চা আমদানী এবং দেশিও চা বিদেশে রপ্তানির ব্যাপারে চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘টি বোডের্র পক্ষ থেকে আমরা মনিটরিং আরো জোরদার করব। আমাদের উত্তরবঙ্গে আমাদের মনিটরিং আরো বাড়বে, যাতে করে আমরা কোয়ালিটিটা আরো ধরে রাখতে পারি। আমরা যতই পরিকল্পনা করি না কেন যদি কোয়ালিটি চা উৎপাদন করতে না পারি তাহলে রপ্তানি করা সম্ভব নয়। আমরা সবার সাথে কথা বলছি কোয়ালিটি চা উৎপাদনের জন্য। এজন্য ডিপ্লমেটিক চ্যানেলে আমাদের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কোয়ালিটি ই¤প্রæভ করতে হবে’।
তিনি বলেন, ‘পাশাপাশি চোরাই পথে যেসব চা পাশর্^বর্তী দেশ থেকে আসছে সেগুলো রোধ করার জন্য আমরা বিজিবিকে রিকোয়েস্ট করব যাতে করে বর্ডার মনিটরিং তারা বাড়িয়ে দেয়, বিশেষ করে যেসব এলাকা দিয়ে নি¤œ-মানের চা স্মাগলাররা নিয়ে আসে সেসব বর্ডারে যেন তারা নজরদারি আরো বাড়িয়ে দেন’।
তার আগে চেয়ারম্যান বিটিআরই চা বাগানে উৎপাদিত ভ্যালু অ্যাডেড চা প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। এখানে ১২ রকমের কোয়ালিটি চা প্রদর্শন করা হয়। এগুলো হলো প্রিমিয়াম বøাক টি, অর্থডক্স টি, অলং টি, গ্রীন টি, হোয়াইট টি, ইম্পেরিয়াল জেসমিন টি, মাশালা টি, এলোভেরা এন্ড পাইনঅ্যাপল টি, মর্নিং টি, চিনা লিচি টি, তুলশি টি, চ্যামেলি টি। এদিকে পাঁচ দিনব্যাপী এ ‘টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী দিনে দেশের ৮০ থেকে ৯০টি চা বাগানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রশিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, টি টেস্টিং ছাড়া চায়ের ভালো-মন্দ কেউ বিচার করতে পারবে না। টি টেস্টিং সম্পর্কে যদি জানা না থাকে, চায়ের ১০টা গ্রেড সম্পর্কে যদি ধারনা না জানা থাকে, তাহলে ভালো চা-খারাপ চা বুঝতেই পারবে না। এটা বাগান মালিক হোক বা বাগানের ব্যবস্থাপক হোক কিংবা চা ব্যবসায়ী হোক, সবার জন্য জানা থাকা প্রয়োজন। এই কর্মশালার মাধ্যমে অংশ গ্রহন কারীদের ধারনা দেওয়া হবে কিভাবে টি টেস্টিং করতে হয়’। প্রশিকক্ষণে অংশগ্রহণকারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানা যায়।

শেখ হাসিনাকে ধরতে জারি করা হচ্ছে ‘রেড নোটিশ’

কাজির বাজার ডেস্ক

জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রবিবার এ বলেন তিনি।
তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগ-এ আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টাসহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। এসময় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণœ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।
ড. আসিফ নজরুল আরও বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই অবিশ্বাস্য ও বস্তুনিষ্টতাহীন একটা মামলা যে কোনোভাবেই এই রিট হওয়ার কোনো কারণ নাই। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ও আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে করেছে।
এই বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সরকারের নির্দেশনা পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেয়া হবে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ এখন শেষ পর্যায়ে। আজ সরেজমিন দেখা যায়, ট্রাইব্যুনালের ঐতিহাসিক সাদা ভবনটির (পুরাতন হাইকোর্ট ভবন) নানামুখী সংস্কার কাজে ব্যস্ত রয়েছেন বিভিন্ন মিস্ত্রি তাদের কর্মীরা। এছাড়া ট্র্যাইব্যুনাল সংলগ্ন বাগান নতুন ভাবে সাজানো হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই সংস্কার কাজের সার্বিক তদারকি করা হচ্ছে। যেখানে কয়েকশ’ কর্মী এখন নিয়মিত কাজ করছেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাসসকে বলেন, আন্তর্জাতিক মানের বিচার কার্যক্রম চলবে এমন ট্রাইব্যুনাল ভবনকে উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। ভবনটি সংস্কারের পূর্বে অনেকটাই জরাজীর্ণ ছিল।
কয়েক দফা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
ট্র্যাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের সংষ্কার কাজ চলমান থাকায় আপাতত ভবন সংলগ্ন (অস্থায়ী) ট্রাইব্যুনালে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আর ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর মধ্যে দিয়ে টানা পৌনে ষোল বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের পতন হয়।

থানার সামনে থেকে ট্রাকভর্তি ২৮০ বস্তা চোরাই চিনি জব্দ

স্টাফ রিপোর্টার

মোগলাবাজার থানার সামনে থেকে ১৬ লক্ষ ৩০ হাজার টাকা দামের ২৮০ বস্তা চিনি ট্রাকভর্তি চিনিসহ জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে মোগলাবাজার থানা এলাকা থেকে এসব চিনি জব্দ করে মোগলাবাজার থানা পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানার সামনে চেকপোস্ট করাকালে শনিবার রাত ১১টার দিকে একটি ট্রাক থেকে ত্রিপল দিয়ে ঢাকা ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় মো. জসিম উদ্দিন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক জসিম মোগলাবাজার থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মো. আওলাদ আলীর ছেলে। জব্দকরা ২৮০ বস্তায় চিনির বাজার মূল্য ১৬ লক্ষ ৩০ হাজার এবং ট্রাকের মূল্য ২৫ লক্ষ বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা দায়েরের পর পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

জগন্নাথপুরে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৬), মফিজ উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২১) ও শাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (১৯)।
থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক-নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই শাহীন হোসেনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে ১০ নভেম্বর রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।

আসছে তীব্র শীত

কাজির বাজার ডেস্ক

এ মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ছে। যা জানান দিচ্ছে আর কিছু দিনের মধ্যেই শীত পড়তে পারে। এরই ধারাবাহিকতায় দিন দিন কমছে দেশের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরের দিন মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানায় সংস্থাটি।