নগরীর জিন্দাবাজারের ‘এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতি’র কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভা মার্কেটের ৫ম তলায় অনুষ্ঠিত হয়েছে। এলিগ্যান্ট শপিং মল এর ব্যবস্থাপনা পরিচালক ও আহŸায়ক অ্যাডভোকেট আব্দুল মুনিম শিপু এর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিতে ২ বছরের জন্য (২০২৪-২০২৬) মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ তৈয়বুর রহমান, সহ-সভাপতি (১), মোঃ ফয়সল আহমদ তাপাদার, সহ-সভাপতি (২), মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিজ কাজল, অর্থ সম্পাদক মোঃ নুরুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মুবিন চৌধুরী সানি, অফিস ও প্রচার সম্পাদক: মাসুম হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শফিক হোসেইন, সম্মানিত সদস্য বিমলেন্দু পাল, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জুবের আহমদ, মোঃ মিফতাহুল আজিজ মেহাদ।
উপস্থিত সকল সদস্যদের পক্ষ থেকে আহŸায়ক ও অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে আহŸায়ক কমিটির সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
সিলেট ও সুনামগঞ্জে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ৪০৩ পিস শাড়ী ও ২ হাজার ৪১ পিস সানগøাস। এছাড়া সিলেটের একটি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি বারকি নৌকাও জব্দ করে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। চোরাচালানরোধে সীমান্তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কবরের পাশ থেকে নবজাতক উদ্ধার
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামে একটি মাজারের কবরস্থান পাশ থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সোমবার সকালে এ নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতককে উদ্ধার করার পর চাঞ্চল্য শুরু হয় এলাকায়। শিশুটি কে দেখতে ভিড় করেন মানুষজন। আর এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য তিরস্কার করতে থাকেন তার অজ্ঞাত মা বাবাকে। নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, নবজাতক মেয়েটি ১ দিনের। সে ভাল আছে। অল্প চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরকে জানানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুই তিন দিন তার জন্মতাদা, জন্মদাত্রীকে খুঁজে না পেলে উপজেলা শিশু কল্যান পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
এ ব্যাপারে সমাজকর্মী রুকনুজ্জামান চৌধুরী বলেছেন- এই ঘটনা সমাজের জন্য চরম ন্যাক্কারজনক এবং ধর্মীয় দৃষ্টিতেও ঘৃন্যপাপ। এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে নবজাতকের মা বাবার খোঁজ বের করার চেষ্টা চালানো হবে।
জৈন্তাপুর গাছে বাধা বৃদ্ধের মরদেহ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে নদীর পাড় হতে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সোমবার সকাল ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় কতিপয় যুবকরা। তারা গাছে সাথে বাঁধা বৃদ্ধের লাশ দেখে চিৎকার শুরু করলে আশপাশের জনতা এগিয়ে এসে পুলিশ কে খবর দেয়। লাশটি উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের সাজিদ মিয়া (৭০) বলে চিহ্নিত করেন স্থানীয় জনতা।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করেন।
এলাকাবাসী জানান, সজিদ মিয়া ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী দাবী করেন সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশের সুরতহাত তৈরি করা হচ্ছে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
হবিগঞ্জে আ.লীগের ২ নেতাকে কান ধরে উঠবসের পর পুলিশে সোপর্দ
হবিগঞ্জ সংবাদদাতা
শেখ হাসিনার অডিও বার্তা শুনে সহিংসতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ (৫০) ও উপজেলা আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকারকে (৫৫) পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা। এর মধ্যে আওয়ামী লীগ নেতা গৌরমনিকে কান ধরে উঠবস করায় উত্তেজিত জনতা। রবিবার দুপুর ও সন্ধ্যায় এ ঘটনায় নবীগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আওয়ামী লীগ পন্থি ব্যবসায়ীরা বাজার ছেড়ে আত্মগোপনে চলে যান। আটক শাহ রিজভী আহমেদ খালেদ উপজেলার কুর্শি গ্রামের শাহ মোছন আলীর ছেলে ও নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজা মার্কেটের আয়শা ভেরাইটিজ স্টোরের সত্ত¡াধিকারী এবং অপর আটক গৌরমনি পৌরসভার জয়নগর এলাকার ধরনি সরকারের ছেলে।
যুবদল-ছাত্রদলের নেতারা জানান, এরা দীর্ঘদিন আওয়ামী লীগের স্বৈরশাসনের আমলে নবীগঞ্জে সাধারণ মানুষ ও তাদের মতের বাইরের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে। রবিবার তারা হাসিনার অডিও বার্তা শুনে সহিংসতার চেষ্টা চালায়। এসময় স্থানীয় উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, রাজধানী ঢাকার নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির ডাকে সারাদেশে উত্তাপ ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগকে প্রতিহত করার ডাক দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে রবিবার সকাল থেকে আলাদা আলাদা বলয়ের বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান নেয়। নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে পৃথক পৃথক ভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নানা শ্লোগানে মিছিল ও শো-ডাউন দেয়া হয়। দুপুরে আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকার নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় আসলে উপজেলা যুবদলের আহŸায়ক মোশাহিদ আলম মুরাদের নেতৃত্বে যুবদল-ছাত্রদলের একটি অংশ গৌরমনিকে আটক করে। পরে গৌরমনি সরকারকে হেনস্তা করে নবীগঞ্জ থানার একদল পুলিশের কাছে সোপর্দ করা হয়। সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজা মার্কেটের আয়শা ভেরাইটিজ স্টোরের সত্ত¡াধিকারী শাহ রিজভী আহমেদ খালেদকে আটক করা হয়। পরে খালেদকেও হেনস্থা করে পুলিশের কাছে সোপর্দ করেন যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। দুই নেতাকে আটকের পর হবিগঞ্জের রিপন শীলকে হত্যাকাÐের সঙ্গে খালেদ ও গৌরমনির সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতাদের পরিবারের দাবি, নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ আয়শা ভেরাইটিজ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় খালেদকে আটক করা হয় এবং গৌরমনি নবীগঞ্জ বাজারে সবজি কিনতে আসলে তাকে আটক করা হয়। তারা কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাননি।
অপরদিকে যুবদল-ছাত্রদলের দাবি, পলাতক শেখ হাসিনার নির্দেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে হামলার চেষ্টাকালে সাধারণ জনগণ ও ছাত্রজনতা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ দিকে এ ঘটনার পর থেকে আওয়ামীলীগ পন্থি নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক আওয়ামী লীগ পন্থি ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী রেখে আত্মগোপনে চলে যান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আওয়ামী লীগের দুই নেতাকে বিএনপি-যুবদলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আটক করে আমাদের খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, যারা আটক করেছে তারা অভিযোগ করেছে হবিগঞ্জের রীপন শীল হত্যা মামলায় তারা জড়িত ছিল। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানান, নবীগঞ্জের আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা রয়েছে বলে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে। পরে মামলার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোয়ারাবাজারে পুকুরে অজু করতে গিয়ে মুসল্লির মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল মালেক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত্যু আব্দুস ছাত্তারের ছেলে। সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, আছরের নামাজের অজু করতে বাড়ির সামনের পুকুরঘাটে অজু করতে গেলে পা ফসকে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
ই-রিকুইজিশনের সময় বেড়ে ১৭ নভেম্বর
কাজির বাজার ডেস্ক
ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের এমপিও শিক্ষক শূন্য পদের তথ্য অনলাইনে দেওয়ার সময় ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সময়ের মধ্যে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্যও দিতে পারবেন প্রতিষ্ঠানপ্রধানেরা। শূন্য পদের তথ্য দেওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে জমা দিতে হবে ফি। এর আগে এ কার্যক্রমের শেষ সময় ছিল ১০ নভেম্বর। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, এনটিআরসিএ ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন এবং ৩ বছরের শূন্য পদের তথ্য দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল ১০ নভেম্বর। এ সময়সীমা ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন দেওয়ার পর পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ই-রিকুইজিশনে কোনো ভুল করে থাকে, তবে ওই প্রতিষ্ঠান পরবর্তী সময়ে এডিট অপশন চালু করা হলে ই-রিকুইজিশন সংশোধন করতে পারবেন। ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য দেওয়া অনলাইনে চাহিদা ছাড়াও এবার ই-রিকুইজিশনের সঙ্গে তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তালিকাও দিতে হবে। তিন বছরের শূন্য পদের তথ্য না দিলে ই-রিকুইজিশন সাবমিট করা যাবে না।
এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানেরা তাঁদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের ই-রিকুইজিশন নামের সেবা বক্সের ই- রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে অনলাইন ফরমটি পূরণ করে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা দেবেন। ই-রিকুইজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন-সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
কাজির বাজার ডেস্ক
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। খালেদা জিয়ার আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, এডভোকেট আমিনুল ইসলাম।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট আসিফ হোসাইন।
খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, এই মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ফরমায়েশী রায় দিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই মামলাটি ব্যবহার করা হয়েছে। মামলায় ইতোপূর্বে ন্যায়বিচার পাইনি।
আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা সংক্রান্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আনা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়া হয়। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আপিলের ওপর শুনানি হবে।
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী মো. আসিফ হাসান আদালতকে বলেন, এই ট্রাস্টের টাকা কিন্তু আত্মসাৎ হয়নি। জাস্ট ফান্ডটা মুভ হয়েছে। তবে সুদে আসলে অ্যাকাউন্টেই টাকাটা জমা আছে, কোন টাকা ব্যয় হয়নি। দুদক আইনজীবী মামলায় এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্যের অংশ তুলে ধরেন। তিনি মামলার ডকুমেন্টস থেকে বেগম খালেদা জিয়া এ মামলার অভিযোগের সাথে সম্পৃক্ত নন এমন উপাদান পেশ করেন।
সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন হাইকোর্ট রায়ের বিরুদ্ধে লিভ মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।
হাইকোর্ট রায়টি আদালতে পড়ে শোনান ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতের অনুমতি নিয়ে এ মামলায় বিচারিক আদালতে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় বেগম খালেদা জিয়ার দেয়া জবানবন্দী উপস্থাপন করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এটর্নি জেনারেল বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুলের জবানবন্দী ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। বেগম খালেদা জিয়ার এ জবানবন্দী তার চেয়েও বেশি গুরুত্ব বহন করে। জবানবন্দিতে বেগম খালেদা জিয়ার তার বিরুদ্ধে বিচারের প্রেক্ষাপট, হয়রানির বিষয় তুলে ধরেন। বিচার বিভাগের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরা হয় এ জবানবন্দীতে।
২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদÐ দেন। একই সঙ্গে খালেদার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদÐ দেন আদালত। একই বছরের ২৮ মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেন হাইকোর্ট। এরপর সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন।
অন্যদিকে, ২০১৮ সালের ২৯ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদÐ দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদÐ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত ৪ নভেম্বর হাইকোর্ট বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দÐের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেয়া হয়। তার অংশ হিসেবে নিজের খরচে পেপারবুক (মামলা বৃত্তান্ত) তৈরির আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট।
এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দÐ মওকুফ করেছেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির এই ক্ষমার পরেও মামলা দুটি আইনগতভাবে লড়ার কথা জানিয়ে বিএনপির আইনজীবী বলেন বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি। তিনি ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের বলেছেন।
দোয়ারাবাজারে পৃথক অভিযানে আটক ৭
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালত থেকে গ্রেফতারী পরওয়ানা ভুক্ত ৭জন আসামীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রবিবার রাতে দোয়ারাবাজারের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ মাহমুদ আলীর পুত্র মোঃ জাহিদুল ইসলাম (১৯) মোঃ আব্দুল করিমের পুত্র মোঃ আব্দুল তাহিদ (২৬), মোঃ ইসমাইল আলীর মোঃ নাজিম উদ্দিন (২১), মাহমুদ আলীর পুত্র মোঃ জাবেদ মিয়া উরুফে জুবায়ের আহমদ (৩২) মৃত আব্দুল্লাহ উরুফে ডেংগুরার পুত্র মোঃ মনোয়ার হোসেন (৩৫), দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের কণ্যা রুনা আক্তার (২০), নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র সাইফুর রহমান (২৪)এ দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল হক ৭জন পরোয়ানাভুক্ত আসামী আটকের কথা স্বীকার করে বলেন, তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান খলকু গ্রেফতার
স্টাফ রিপোর্টার
গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯। সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন। খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে নির্বাচিত হন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে বেশ কয়েক জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। যার বেশীরভাগ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।