আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন করছে জনগণ

কাজির বাজার ডেস্ক

ঢালাও মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম, আর ৫০টা বেনামি আসামি দিত। এখন ভুয়া মামলাগুলো করছে জনগণ। তারা ১০টা নাম, ৫০টা বেনামি আসামিও দিচ্ছে। ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।’
মঙ্গলবার দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় পাকিস্তানি থেকে আসা জাহাজ নিয়ে যারা গুজব রটাচ্ছেন তারা দেশের শত্রæ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এই জাহাজটা মধ্য প্রাচ্য থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের এখানে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষেধ আছে? সবার জন্য আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসলে অসুবিধা কি? আমরা কি কারো কাছে বন্দি নাকি? শুধু তারই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। এটার ভেতরে খেজুর, পেঁয়াজ, আলু আসছে। যেটা আমাদের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রæ।’
মিথ্যা সংবাদ প্রকাশ করলে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যে ভুল হয় না, তা নয়। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আমি তো বলে দিয়েছি মুক্তভাবে বলুন। আমরা বিষয়গুলো তদন্ত করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি সেটা বলবেন না। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।’
চট্টগ্রামে সম্প্রতি গঠিত সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে-এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কারও ক্ষতি করছি কিনা আপনারা লেখেন। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে।’ পার্শ্ববর্তী দেশ বলতে কোন দেশকে বুঝানো হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুদিনে পরিবর্তন হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।’ কোটা সংস্কার আন্দোলনে গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘেœ ও নির্ভয়ে যেকোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায় থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে। থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্যক্রম আরও সক্রিয় ও যুগোপযোগী করতে হবে।’
আদালত থেকে জামিন পেয়ে শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার ও কঠোর নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার অপপ্রচারসহ বিভিন্ন সাইবার অপরাধও বেড়ে যাচ্ছে। এ ব্যাপারেও সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’
এ সময় পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

কানাইঘাটে যুবদল নেতার হাতে ছাত্রদল নেতা খুন

কানাইঘাট প্রতিনিধি

সিলেটের কানাইঘাটে প্রকাশ্য দিবালোকে আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে খুন করেছে তার বন্ধু যুবদল নেতা রাজু। নিহত মো. আব্দুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌরসভার ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কানাইঘাট বাজার পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে রাজু নামের তারই বন্ধুর ক্ষুরের আঘাতে অধিক রক্তক্ষরণে তিনি মারা যান।
অভিযুক্ত রাজুও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জানা যায়, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কানাইঘাট বাজার পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের তলপেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রাজু পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশকে একাধিক টিমে ভাগ করে অভিযান চালানো হচ্ছে।

তাহিরপুরে ইয়াবাসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সাদেক আলী (২২) নামের এক যুবককে আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। সোমবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কলাগাও গ্রামের মোহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে। বিজিবি জানায়, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৫/-এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্ত চোরাচালানসহ সকল অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

আইন পেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে -সিনিয়র জেলা ও দায়রা জজ

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান বলেছেন সিলেট বারের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী। সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ বাংলাদেশের বিচারাঙ্গণে বিপুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে আইনপেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির দুইবারের নির্বাচিত সফল সভাপতি অশোক পুরকায়স্থ অ্যাড. এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) অ্যাড. ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ অ্যাড. এর যৌথ সঞ্চালনায় আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে অ্যাড., মোঃ আখতার হোসেন খান অ্যাড. ও শ্রী জগবন্ধু দাশ অ্যাড.ত্রয়ের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীত্রয়কে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন সৌভাগ্যবান আইনজীবীত্রয়কে দেখে মনে হয় না তারা ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। এই তিনজন বিজ্ঞ আইনজীবী আইনপেশায় ৫০ বছর কিভাবে কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনা প্রাপ্ত এই তিনজন বিজ্ঞ আইনজীবী নবীন-প্রবীন আইনজীবীদের মধ্যে আদর্শ হয়ে থাকবেন।
সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে অ্যাড., মোঃ আখতার হোসেন খান অ্যাড. ও শ্রী জগবন্ধু দাশ অ্যাড. সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ. টি. এম. ফয়েজ উদ্দিন অ্যাড.। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সরকারী কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী অ্যাড., কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেটের পাবলিক প্রসিকিউটর মোঃ আশিক উদ্দিন (আশুক) অ্যাড. ও মহানগর দায়রা জজ আদালতের পি.পি. বদরুল আহমদ চৌধুরী অ্যাড.।
সংবর্ধিত অতিথিবৃন্দের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রী মিহির লাল দে অ্যাড. এর সুযোগ্য ভ্রাতুষপুত্র শ্রী বিধান কৃষ্ণ দে, মোঃ আখতার হোসেন খান অ্যাড. এর সুযোগ্য পুত্র ডাঃ মাহফুজ আক্তার খান ও শ্রী জগবন্ধু দাশ অ্যাড. এর সুযোগ্য পুত্র শ্রী জয়মাল্য দাশ।
সংবর্ধিত অতিথিবৃন্দের জুনিয়রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মামুনুর রশিদ অ্যাড., তানভীর আখতার খান অ্যাড.।
সংবর্ধিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) অ্যাড.।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সম্পাদক মোঃ বদরুল আলম শিপন অ্যাড. এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অ্যাড.।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-১ মোঃ জালাল উদ্দিন অ্যাড., সহ সভাপতি-০২ মোঃ নূরুল আমিন অ্যাড., সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) অ্যাড., লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদী হাসান সজল অ্যাড., সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ অ্যাড., সহ-সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন অ্যাড., মোঃ ওয়াজিহুদ্দিন তারিক অ্যাড. ও মোঃ বদরুল আলম শিপন অ্যাড.।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে অ্যাড., মোঃ আখতার হোসেন খান অ্যাড. ও শ্রী জগবন্ধু দাশ মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।
সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে অ্যাড., মোঃ আখতার হোসেন খান অ্যাড. ও শ্রী জগবন্ধু দাশ মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির মেম্বার্স বেনিভোলেন্ট ফান্ড হতে প্রত্যেককে ৪, ০০, ০০০/- টাকার চেক, গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে -অ্যাড. এমরান চৌধুরী

 

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থান হুট করে হয়নি। দীর্ঘ ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন ও ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও সর্বশেষ ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে গণঅভ‚্যত্থান হয়েছে। ধাম্বিক শেখ হাসিনা ছাত্রজনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ দেশকে আবারো অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। সময় হলে ঠিকই গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা বাজারে কুড়ারবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসী কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এই এলাকার ডামি এমপি সহ তথাকথিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন না করে নিজের ও নিজের দলীয় ক্যডারদের উন্নয়ন করেছেন। এখন দেখা যাচ্ছে কথিত সেই সৎ এমপি নামে-বেনামে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। দেশে জনগনের ভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সকল অপকর্মের বিচার হবে ইনশাআল্লাহ।
কুড়ারবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সিলেট জেলা যুব দলের সহ সভাপতি হোসেন আহমদ দুলন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দৌলা হোসেন শুভাষ, মাথিউরা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহবায়ক আয়নুল আবেদীন, ইউনিয়ন বিএনপি নেতা খালেদ আহমদ।
কবির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, স্বপন আহমদ, নাজিম উদ্দীন দুদু, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জুবের আহমেদ, উপজেলা যুবদল সদস্য সাইফ আহমদ, সৈয়দ তারেক আহমদ, খয়রুল ইসলাম, বিয়ানীবাজার কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন রিফাত প্রমুখ।

শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া

কাজির বাজার ডেস্ক

শ্রীলঙ্কার জাতীয় পিপলস পাওয়ার (এনপিপি) দলের নেত্রী এবং সংসদ সদস্য হরিনি আমারাসুরিয়া শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে তাকে এই পদে নিয়োগ দেন। এরপর হরিনি আমারাসুরিয়া কলম্বোতে শপথ গ্রহণ করেন। খবর রয়টার্স।
প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার মধ্য দিয়ে আমারাসুরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন। এর আগে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা এবং সিরিমাভো বন্দরনায়েকে। আমারাসুরিয়া একজন প্রখ্যাত শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সমাজসেবী। শিক্ষা ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন বামপন্থি জোট ২২৯ আসনের মধ্যে ১৫৯টি আসনে বিজয় লাভ করে। এ ফলাফলের পরই প্রধানমন্ত্রী হিসেবে আমারাসুরিয়াকে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও প্রেসিডেন্ট দিশানায়েকে তার মন্ত্রিসভায় প্রবীণ রাজনীতিবিদ বিজিথা হেরাথকে পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রেখেছেন। তবে অর্থমন্ত্রীর পদে নতুন কোনো নাম ঘোষণা না করে তিনি নিজেই দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী পারিবারিক শাসনব্যবস্থা চললেও গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে দিশানায়েকের জয় সেই আধিপত্যের অবসান ঘটিয়েছে। তার নেতৃত্বে গঠিত এনপিপি (ন্যাশনাল পিপলস পাওয়ার) জোট এবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে একটি স্থিতিশীল সরকার গঠনের পথ খুলে দিয়েছে।

ছাতকে আদা চাষ করে সফল সাকির আমিন

আতিকুর রহমান, ছাতক

ছাতক পৌর এলাকার তাতিকোনা গ্রামের আমিন বাড়ির আঙ্গিনায় আদা চাষ করে সফল হয়েছে সাংবাদিক সাকির আমিন নামের এক ব্যাক্তি। ভোর থেকে সকাল দশ টা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে নিজ উদোগে গত বছরে ৫০ টি বস্তায় আদা চাষ করেন। চলতি বছর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০ টি বস্তায় বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেন তিনি। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার ও দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি, পৌরসভার তাতিকোনা গ্রামের বাসিন্দা সাকির আমিন।
জুলাই থেকে ডিসেম্বর প্রর্যন্ত ৬মাস চেষ্টা করলেই প্রতি বস্তায় ৩/৪ কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। অতি বৃষ্টি, খরা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙ্গিনা, ছাদের উপর অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক এবং সাধারণ মানুষের। বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার, ছাই, বালি, গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়। তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়। মাটি ভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙ্গিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০/৪০ টাকার মত খরচ হবে।

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

কাজির বাজার ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে চলতি মাসের ৩০ নভেম্বরের পর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না।
সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কুলারে সই করেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।
এতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে। নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সম্বলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রæপক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সমকালকে বলেন, নিরাপত্তার স্বার্থে পুরনো পাস ব্যবহারে পরিবর্তন আনা হয়েছে।

জামালগঞ্জ ও তাহিরপুর : পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ইজিবাইকটি আটক করেছে বলে জানা গেছে। নিহতরা হলেন-জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী আলীপুর গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে আশিক নূর (৪০) ও তার বন্ধু একই ইউনিয়নের বাঘানী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৮)।
রোববার রাতে সাচনা-বেহেলী সড়কের রাজাপুর নামক সেতুর পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আশিক নূর ও সুলেমান মিয়া দুইজন বন্ধু। তারা রোববার রাতে সাচনা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে রাজাপুর সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক নূর ঘটনাস্থলে মারা যায়। সুলেমান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ বাদী হয়ে চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে জেলার তাহিরপুরে নানার বাড়ি বেড়াতে এসে অটোরিকশাচাপায় ফারিহা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে ঘটনাটি ঘটে।
নিহত ফারিহা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে ভাটি তাহিরপুর গ্রামে নানা আমির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে ফারিহা আক্তার। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশের দোকানে কলম আনতে যাওয়া সময় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তাহিরপুর বাজারে যাওয়ার পথে অটোরিকশা চালক অনিক মিয়া (২২) শিশুটিকে চাপা দিলে শিশু ফারিহা গুরুত্বর আহত হয়। এসময় চালক ও একজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ পাঠানো হলে পথিমধ্যে ফারিহা আক্তার মারা যায়। আর চালক ও যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অটোরিকশাটি আটক করেন এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি জানান, খুবই হৃদয় বিদারক ঘটনা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ

কাজির বাজার ডেস্ক

পুলিশ ভেরিফিকেশনে ‘রাজনৈতিক পরিচয়’ তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। এছাড়া ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে হাইকোর্টের নির্দেশনা মানতে হবে বলেও জানান তিনি। সোমবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশন প্রধান বলেন, কার্যবিধির ১৬৭ ধারায় যেখানে পুলিশ রিমান্ডে নেয়, সেটির ক্ষেত্রেও হাইকোর্টের নির্দেশনা মানতে হবে। ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে তার পরিবারকে ফোনে জানাতে হবে। বেশকিছু বিষয়ে তারা একমত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন দুটি কড়া আইন রয়েছে। ৫৪ ধারা অনুযায়ী পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আরেকটি ১৬৭ ধারায় যেখানে পুলিশ রিমান্ডে নেয়। এ দুটি ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মালিক না। এটা সিআরপিসি। আইন মন্ত্রণালয়ের আইন। এসব বিষয়ের কারণে আমরা আইন মন্ত্রণালয় থেকেও একজন যুগ্ম সচিবকে এই সংস্থার কমিশনে অন্তর্ভুক্ত করেছি।
তিনি আরও বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি দীর্ঘদিন হল এসব বিষয় নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম মামলা চলছে। বøাস্ট নামে একটি সংগঠনের পক্ষ থেকে ড. কামাল হোসেন সাহেব এ বিষয়ে একটি রিট করেছিলেন। ওই রিটে হাইকোর্ট বলেছিল- এই আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকগুলো গাইডলাইন দিয়ে দেয়। পরবর্তীতে এই বিষয় নিয়ে সরকার অ্যাপিলেট ডিভিশনে যায় সেখানেও অ্যাপিলেট ডিভিশন থেকে বলা হয়- এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনার আগেই দেওয়া আছে। অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ ও সরকারের অন্যান্য সংস্থাগুলোকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে কাউকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই তার পরিবারের লোকজনকে সেটা জানাতে হবে। এটা হাইকোর্টের একটি রায়। আপনারা জানেন হাইকোর্টের রায় আইনের একটি অংশ।
পুলিশের দুর্নীতি নিয়ে সফর রাজ হোসেন বলেন, দুর্নীতি হচ্ছে আমাদের এক নম্বর শত্রæ। কোনো বিভাগের দুর্নীতি কমে গেলে সেখানে কর্মদক্ষতা বাড়ে। আইনের প্রতি মানুষের আনুগত্য বাড়ে। আমাদের দেশের বড় সমস্যাই দুর্নীতি। এছাড়া আমরা পুলিশের বেতন কাঠামো নিয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আরও আলোচনা হবে।
তিনি বলেন, পুলিশসহ সরকারের সকল বিভাগকে রাজনীতিমুক্ত রাখার চেষ্টা করতে হবে। নিকট অতীতে গত ১৫ বছরে আমরা দেখেছি- পুলিশসহ অন্যান্য বিভাগগুলোর সদস্যরা রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলেন। অনেকে দুর্নীতি করেছে এবং পদোন্নতি নেওয়ার চেষ্টা করেছে। এটি বন্ধে সুপারিশের কাজ চলছে। এছাড়া সাদা পোশাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনও সুপারিশ করা হয়নি তবে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান।