নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – আশফাক আহমদ চৌধুরী

46

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
আগামী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামীলীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ zakigonj pic 29.11.2015করতে হবে। শেখ হাসিনার সরকার স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার জন্যে দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনের আয়োজন করেছে। দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনের ফলে তৃণমূলে দল আরো সুসংগঠিত হবে। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নেই। গতকাল সোমবার জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে বেলা ২ টায় জকিগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্ধারণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী এসব কথা বলেন। পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচনে দল থেকে যে প্রার্থীকে সমর্থন দেয়া হবে সকল নেতা-কর্মীকে তার পক্ষে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ ও উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে স্থানীয় নির্বাচনে আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ বলেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতা-কর্মীদের নির্বাচনী মাঠে থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে কোন মুল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। প্রার্থী বিবেচ্য নয় নৌকা প্রতিককে সমুন্নত রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নেই। আগামী ৩০ ডিসেম্বর জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যালেটের মাধ্যমে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত হবে। প্রার্থী নিধারণী সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, আওয়ামীলীগ নেতা মোস্তাফা আহমদ, এমএ মালেক, ইঞ্জিনিয়ার আব্দুল হাই, সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, পৌর আওয়ামীলীগ সহ সভাপতি বাবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নজরুল, মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মুকুল, আব্দুল হান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আছদ্দর আলী, মুস্তকিম আলী মুস্তই, কামাল আহমদ, ফারুক আহমদ, নূরুল ইসলাম, সাইদুল হক প্রমূখ। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ফারুক আহমদ, হাজী খলিল উদ্দিন, নাসিম আহমদ, হাজী সামছ উদ্দিন, আব্দুল আহাদ, শহীদ আহমদ, আব্দুর রহমান লুকু ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মালই, আব্দুল আহাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, জোসনা বেগমসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ প্রার্থীদের তালিকা নিয়ে সিলেটে চলে যান।