ছাতকের কাটালপুর প্রাথমিক বিদ্যালয় রাস্তার গাছ কর্তনস্থলে ওসির পরিদর্শন

34

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কাটালপুর প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার দু’পার্শ্বে সারিবদ্ধ ১৬টি চারাগাছ কর্তনের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশেক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের রাস্তার দু’পার্শ্বে ১৬টি চারাগাছ কর্তনের বিষয়ে ১৭ নভেম্বর ছাতক থানায় বিদ্যালয়ের ভূমি দাতা বোধন আলী বাদি হয়ে কাটালপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র আশিক মিয়াকে প্রধান আসামি করে ১৬জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ১৯নভেম্বর দুপুরে থানা পুলিশের এ এস আই সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ফের তদন্ত করেন থানার ওসি। এসময় বাদি পক্ষের লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে গাছ কর্তনের সত্যতা নিশ্চিত হয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের আবারো বড় চারাগাছ লাগানোর পরামর্শ দেন। তিনি আরো বলেন বেশি করে গাছ লাগিয়ে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করার দায়িত্ব সকলের। গাছ বিদ্যালয়ের সৌন্দর্য্য বাড়ায়, এটি কর্তন করা দুষ্কৃতিদের কাজ।