কানাইঘাট দারুল উলুম মাদরাসার বার্ষিক এনাম ও হিসাবের ইসলামী মহাসম্মেলনে আল্লামা শায়খে লক্ষ্মীপুরী ॥ বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের কল্যাণে হক্কানী উলামাদের অবদান অবিস্মরণীয়

87

কানাইঘাট থেকে সংবাদদাতা :
পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার Jolsa Picমহা-পরিচালক আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী বলেছেন, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের কল্যাণে হক্কানী উলামাদের অবদান অবিস্মরনীয়। আদর্শ ও নীতির ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ এবং কানাইঘাট দারুল উলুম মাদরাসা এক ও অভিন্ন। তিনি আরো বলেন, হক্ক বাতিলের সংঘাত আদিকাল থেকে ছিল ভবিষ্যতে ও থাকবে, কিন্তু সত্যিকারের দ্বীন ইসলামের নিশান আদর্শবান মহা মানবদের মাধ্যমেই বিশ্বে প্রচারিত হবে। আল্লামা লক্ষ্মীপুরী বলেন, আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. ছিলেন দারুল উলুম দেওবন্দের একজন সত্যিকারের সূর্য সন্তান, তাঁর সঠিক পদাঙ্ক অনুসরনে সিলেটবাসী উপকৃত হবে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্যে মুসলমানদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আমরা কুরআন হাদীসের আদর্শ ও নীতি ছেড়ে দেওয়ার কারণে অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছি। তিনি গতকাল বুধবার বৃহত্তর সিলেটের সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদরাসার বার্ষিক এনাম ও হিসাবের ইসলামী মহা সম্মেলনে সভাপতির বক্তব্যদান কালে উপরোক্ত কথাগুলো বলেন। জামিয়ার সহকারী শিক্ষক মাও.ক্বারী হারুনুর রশীদ চতুলীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামিয়ার শায়খুল হাদীস ও নাইবে মুহ্তামিম আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, শায়খুল হাদীস আল্লামা ইয়াহইয়া আল-মাহমুদ ঢাকা, জামিয়ার নাইবে শায়খুল হাদীস আল্লামা শামছুদ্দীন দুর্লভপুরী, শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা ইউসুফ শ্যামপুরী, মাও. নুরুল ইসলাম এল.এল.বি, মাও. হিলাল আহমদ হরিপুরী, মাও. হা. হারুনুর রশীদ, মাও.মুখলিসুর রাহমান, মাও.মুবশ্বির আলী, মাও.শফিকুর রাহমান, মাও.শিহাব উদ্দীন, মাও.আব্দুল লতীফ প্রমুখ। সুধী বৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবী আলহাজ্ব এম.এ মুমিন চৌধুরী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান। জামিয়ার এবারের বার্ষিক এনাম ও হিসাবের ইসলামী মহা সম্মেলনে লক্ষাধিক মুসলিম জনতার উপস্থিতিতে মাদরাসার প্রায় ৮০০ (আট শত) ছাত্রদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণদেরকে বিশেষ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন মাদরাসার নাইবে শায়খুল হাদীস আল্লামা শামছুদ্দীন দুর্লভপুরী, সহকারী শিক্ষক মাও.আব্দুল হক, মাও.ফজলুল করীম, মাও.খালিদ সাইফুল্লাহ, মাও.বিলাল আহমদ, মাও.এনামুল হাসান প্রমুখ।