দলের প্রতীক লাঙলকে বিজয়ী করতে এখনই মাঠে নামুন – আব্দুল্লাহ সিদ্দিকী

29

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট জেলাসহ বাকি ৩ জেলায় দলের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনী মাঠে প্রচারণা, গণসংযোগ শুরু করে দল ও দলের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দলের প্রার্থীকে বিজয়ী করে প্রমাণ করতে হবে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ সৈনিকরা জনগণের জন্য নিবেদিত।
তিনি বলেন, সিলেট জেলার প্রত্যেকটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী দেয়া হবে। মেয়র পদে দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে শীঘ্রই দল প্রার্থী নির্ধারন করবে। কাউন্সিলর পদে দলীয় প্রতীক না থাকলেও প্রত্যেকটি পৌরসভার ওয়ার্ডে দলের নীতিনির্ধারকদের মনোনিত প্রার্থীরাই নির্বাচন করতে পারবেন। যদি কেউ দলের সিন্ধান্ত মেনে নিতে অপারগতা স্বীকার করেন দল এসব প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ভুল করবে না।
আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, দলের চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্তই সকল নেতাকর্মীর সিদ্ধান্ত। তাই দলের চেয়ারম্যানের দিক নির্দেশনায় মাঠে কাজ করে দলের মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে অক্লান্ত পরিশ্রম করতে হবে।
তিনি গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত  সভায় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবীব মঈন, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ সরকার, জাপা নেতা, সৈয়দ এনামুল হক পীর, বাশির আহমদ, নাজমুল ইসলাম, দৌলা মিয়া, ফখরুল ইসলাম সুহেল, ফয়সল আহমদ, তাজ উদ্দিন এপলু, কয়েছ আহমদ, শেখ আসাদুজ্জামান জুবায়ের, জেলা ছাত্র সমাজের আহবায়ক ফয়েজ আহমদ, সদস্য সচিব আল-আমিন, যুগ্ম আহবায়ক জয়নুল আবেদিন, জাহেদ আহমদ, মঞ্জুর আহমদ আরিফ, আহমেদ ফাতে নূর জামি, মনির হোসেন, আফজাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি