কিবরিয়া হত্যা মামলা ॥ পাঁচ আসামি আদালতে হাজির, আজ ফের সাক্ষ্য গ্রহণ

18

স্টাফ রিপোর্টার :
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আসামীরা আদালতে না আসায় আজ বৃহস্পতিবার ফের s...25---11-15---2সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। সকল আসামিকে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ করেননি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার আদালতে হরমুজ আলী ও শমসের মিয়া নামক দুইজনের সাক্ষ্য প্রদান করতে আসেন। কিন্তু সিসিকের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যতীত কারাগারে থাকা ১২ আসামির পাঁচজনকে আদালতে হাজির করা হয়। যে কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি। তবে আজ বৃহস্পতিবার ফের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেছেন আদালত। এ নিয়ে আট বার এই মামলায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়।
কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। এদের মধ্যে অসুস্থ থাকায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাজিরা দেন তার নিযুক্ত আইনজীবী এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে লুৎফুজ্জামান বাবরও অনুপস্থিত ছিলেন।