আজ তফসিল, ৩০ ডিসেম্বর ভোট

159

কাজিরবাজার ডেস্ক :
দেশের ২৩৬টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। নির্বাচনের 2015_11_04_14_15_16_qjZvfeCXE7mixhRHm4Doq4Zp4YuhcJ_originalতফসিল আজ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারই প্রথম দলীয়ভাবে মেয়র পদে নির্বাচনে লড়বেন প্রার্থীরা। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা আগের মতোই দলের সমর্থন নিয়ে নির্বাচন করেবেন।
গত রবিবার সকালে দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকারের পৌরসভা আইনের সংশোধনীর গেজেট কমিশনে এসে পৌঁছায়। সেদিনই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যায়ই তা ভেটিং হয়ে কমিশনে এসে পৌঁছায়।
গত ১৯ নভেম্বর শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা (সংশোধন) আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে ২১ নভেম্বর পৌরসভা (সংশোধন) আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।
ইসির তথ্য মতে, বর্তমানে সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল সাবেক ড. শামসুল হুদা কমিশন। তবে এবার স্থানীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী বর্তমানে ২৪৫টি নির্বাচন উপযোগী রয়েছে।