সংবাদ সম্মেলনে সহযোগিতা কামনা ॥ এফপিএবি’র সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ শুরু

68

স্টাফ রিপোর্টার :
এফপিএবি সিলেট শাখার উদ্যোগে ২১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর সাত দিন ব্যাপি পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে এফপিএবি সিলেট শাখা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রমগুলো তুলে ধরেন সমিতির সভাপতি এডভোকেট এম এ খালিক। মা ও শিশু স্বাস্থ্যসহ প্রজনন স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এফবিএবি কাজ করে যাচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাইওনিয়র প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সাল থেকে সরকারের সম্পূরক ও পরিপূরক হয়ে প্রজনন স্বাস্থ্য সেবায় কাজ করছে।
গতকাল শনিবার থেকে শুরু হওয়ার সপ্তাহব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে স্বল্প মেয়াদী পদ্ধতি, দীর্ঘ মেয়াদী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতির সেবা। এ কার্যক্রম চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। সমিতির কার্যালয় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ মনিপুরী রাজবাড়ী থেকে সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফপিএবি সিলেট শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক প্রিয়ব্রত রায় ও জেলা কর্মকর্তা নজরুল ইসলাম।