জেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে সাফিয়া খাতুন ॥ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নারীদের এগিয়ে আসতে হবে

55

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন বলেছেন, জাতির DSC_0503জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। তারই সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আজ স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে। মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল ২০ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবি ফাতেমা ইসলামের পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, মহিলা আওয়ামীলীগের কর্মকান্ডকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আগামী জানুয়ারী মাসে সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে জেলার সকল নেতৃবৃন্দকে সহযোগিতা করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য আছমা জেরিন ঝুমু, দপ্তর সম্পাদক কামরুন্নেছা মান্নান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা তাহমিনা খানম, সাংগঠনিক সম্পাদক কনা জব্বার, সিলেট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীনা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামীলীগ নেতা সালমা বাছিত, শামছুন্নাহার মিনু, মাধুরী গুন, এজেড রওশন জেবিন রুবা, মিসেস হেলেন আহমদ, কাউন্সিলর জাহানারা খানম মিলন, হামিদা খান লনি (সদর উপজেলা), রোকেয়া আক্তার (গোলাপগঞ্জ উপজেলা), সাজনা সুলতানা হক চৌধুরী (জকিগঞ্জ উপজেলা), জয়মতি রানী (জৈন্তাপুর উপজেলা), স্বপ্না বেগম (দক্ষিণ সুুরমা উপজেলা), হাসিনা মহিউদ্দিন, মনোয়ারা খানম, বীনা বেগম, রুশনা বেগম, রোকিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি