শাল্লায় কর্মশালায় বক্তারা ॥ শিক্ষক-ছাত্র-অভিভাবকের সমন্বয় না থাকলে ভালো শিক্ষা আশা করা যায় না

15

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির অনুকূল পরিবেশ সৃষ্টি, ঝরে পড়া রোধ, সামাজিক প্রতিবন্ধকতা কমিয়ে দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা সমাপনের সহায়ক পরিবেশ তৈরী করার লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় এডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাক উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় শাল্লা উপজেলা অফিসার্স ক্লাবে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম আসিফ বিন ইকরাম এর সভাপতিত্বে ও ব্র্যাক এর মো: মাহাবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, বিশেষ অতিথি শাল্লা উপজেলা শিক্ষা অফিসার মো: আফতাব উদ্দীন।
কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষক-ছাত্র-অভিভাবকের সমন্বয় না থাকলে ভালো শিক্ষা আশা করা যায় না। শিক্ষক আন্তরিক হলে এবং সিলেবাস অনুযায়ী পড়ালে নিয়মিত ক্লাস করালে শিক্ষা মান উন্নয়ন সম্ভব। শিক্ষকরা শিক্ষার ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলেছে। ঠিকমত ক্লাস নেন না। যেসব শিক্ষক ঠিকমত পড়ান না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আাহ্বান জানানো হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস (মিল্টন), মাস্টার রবীন্দ্র চন্দ্র দাস, বাহাড়া ইউ/পি’র সাবেক চেয়াম্যান রামানন্দ দাস।