চিকিৎসায় অবহেলায় শিশুর অঙ্গহানি ॥ উইমেন্স হাসপাতালের পরিচালক ও ৪ ডাক্তারের বিরুদ্ধে বিএমডিসির নোটিশ

40

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শিশু সাফির অঙ্গহানির ঘটনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। হাসপাতালের পরিচালক ও ৪ ডাক্তারকে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিএমডিসি পৃথক চিঠিতে সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও অঙ্গহানির শিকার শিশু সাফির পিতা বদরুর রহমান বাবরকে বিষয়টি অবগত করে।
স্মারক বিএমএন্ডডিসি/১২-ই-২০১৫/৫৫৩(ক) ও বিএমএন্ডডিসি/১২-ই-২০১৫/৫৫৭(খ)-এ বিএমডিসির রেজিস্টার ডা. জেড এইচ বসুনিয়াত স্বাক্ষরিত চিঠিতে উইমেন্স হাসপাতালের পরিচালকের কাছে শিশু সাফির অঙ্গহানির ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য ও এ ঘটনায় কোনো অভ্যন্তরীণ তদন্ত হয়ে থাকলে তদন্ত প্রতিবেদনের কপিসহ ১৫ দিনের মধ্যে বিএমডিসিকে অবহিত করার জন্য বলা হয়েছে। অপর  পত্রে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থেপেডিক্স ও সার্জারী বিভাগের রেজিস্টার ডা. জাবের আহমদ, ডা. সৈয়দ মাহমুদ হাসান, ডা. তানভীর আহমেদ চৌধুরী ও ইন্টার্ণ ডা. শাফিনাজ মোস্তফার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়। এছাড়া বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বারসহ ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়। (খবর সংবাদদাতার)