জেলা পরিষদ বিল প্রত্যাহার

36

কাজিরবাজার ডেস্ক :
na_91082জাতীয় সংসদে উত্থাপনের চার দিনের মাথায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে ‘জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৫’।
গতকাল সোমবার রাতে দশম সংসদের অষ্টম অধিবেশনে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী সংসদ থেকে বিলটি প্রত্যাহার করার প্রস্তাব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়।
গত বুধবার স্থানীয় সরকার (জেলা পরিষদ) (সংশোধন) আইন-২০১৫ বিলটি সংসদে তোলা হয়েছিল। পরে সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে পাঠানো হয়।