আগ্রাসী শক্তির হুমকির মুখে দেশ – খালেদা জিয়া

47

কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশে এক নব্য স্বৈরাচার ক্ষমতায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। khaleda-7_91061তিনি বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। আগ্রাসী শক্তির হুমকির মুখে দেশ।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  গতকাল সোমবার এক বাণীতে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকারকে মানুষের ভোটের অধিকার হরণকারী আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, সরকার গায়ের জোরে তাদের অপশাসন বজায় রেখেছে। জনগণের সমর্থনহীন এ সরকারের সময় শুধু গণতন্ত্র ও অধিকারগুলো বিপন্ন হয়ে পড়েনি, জাতীয় নিরাপত্তাও হুমকির সম্মুখীন। আগ্রাসী শক্তির আগ্রাসী হুমকির মুখে বাংলাদেশ।”
বিএনপির চেয়ারপারসন বলেন, জাতির এই সংকটের মুহূর্তে মওলানা ভাসানীর দেখানো পথই দেশের মানুষকে শক্তি ও সাহস জোগাবে অশুভ শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং অপশাসন, অপরাজনীতিকে পরাস্ত করতে।
খালেদা জিয়া বলেন, “দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক মানবাধিকার যখন হুমকির সম্মুখীন হয়, তখন মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণার উৎস হন। তার দেখানো পথ অনুসরণ করে জাতীয় স্বার্থ রক্ষা, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের চিরদিন সাহস জোগাবে।”
বিবৃতিতে খালেদা জিয়া মওলানা ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।